বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা ব্যাপক, সাধারণ মানুষকেও রাতারাতি ষ্টার বানিয়ে ফেলতে পারে। যেমন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) বাবু, একসময় গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করলেও আজ তিনি সেলিব্রিটি। তাঁর বাদাম বিক্রির জন্য গাওয়া গান ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে বদলে গিয়েছে ভাগ্য। তবে সম্প্রতি কটাক্ষের শিকার হলেন বাদামকাকু।
‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর বঙ্গ থেকে দেশ তো বটেই গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে পড়েছিলেন ভুবনবাবু। দেশি বিদেশী সংগীতকারেরা যোগাযোগ করেন। একাধিক মিউজিক ভিডিও বানিয়ে ফেলেছেন। একাধিক ভাষায় কাঁচা বাদাম থেকে কিছুদিন আগে কাঁচা বাদাম ২ ও রিলিজ হয়েছে নেটপাড়ায়।
কাঁচা বাদাম গানের জেরে যে শুধু খ্যাতি পেয়েছেন তাই নয়, আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে বেশ। স্বপ্নের দোতলা বাড়ি, চারচাকা গাড়ি সবই হয়েছে। এমনকি দামি আইফোন মোবাইলও চলে এসেছে হাতে। বর্তমানে নিত্য নতুন গান বানিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। ইতিমধ্যেই ইউটিউবে চ্যানেল খুলেছেন সেখানেও রয়েছে লক্ষাধিক ফলোয়ার। একপ্রকার ইউটিউব ষ্টার হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর।
নিজের দৈনন্দিন জীবনের নানা ভিডিও থেকে নতুন গানের ভিডিও শেয়ার করতে দেখা যায় ইউটিউবে। তবে বাংলা গানে ভাইরাল হলেও বর্তমানে হিন্দিতেই বেশি কথা বলতে দেখা যায় তাকে। ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিওতেই তাঁর মুখে হিন্দি শোনা যায়। এদিকে হিন্দি যে খুব একটা ভালো বলতে পারেন তাও নয়। সম্প্রতি নিজের হিন্দি উচ্চারণের জন্য নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন বাদামকাকু।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন ভুবনবাবু। যেখানে হিন্দিতেই দেখা যাচ্ছে ভিডিওর টাইটেল ও ছবি। আর এতেই একপ্রকার খেপেছে নেটিজেনরা। বাংলা গানে জনপ্রিয়তা লাভ করে কেন ভুল ভাল হিন্দি বলে ভিডিও বানাচ্ছেন তিনি? এই প্রশ্ন করেছেন অনেকেই। তবে তাঁর ভিডিওতে প্রশংসাও রয়েছে অনেক।
প্রসঙ্গত, ‘কাঁচা বাদাম’ গানের ভাইরাল হওয়া ও জনপ্রিয়তা পাওয়া নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে একাধিক সংগীত জগতের ব্যক্তিত্বদের। বিখ্যাত গায়ক কুমার শানু বলেন, ‘মানুষ হুজুগে তাই কাঁচা বাদাম ভাইরাল হয়। এসব তো গান নয় তবে যদি এর ফলে গরিব মানুষের উপহার হয় তাতে ক্ষতি কি!’
অন্যদিকে পন্ডিত অজয় চক্রবর্তীর মতে, ‘কাঁচা বাদাম পাকা বাদাম এগুলোও এখন গান হয়ে গেছে। আমি খারাপ বলছি না, কিন্তু এসব আমাদের জীবনে কোনো নতুন ছবি এঁকে দিতে পারছে? পারছে না। কারণ নতুন ছবি আঁকতে গেলে কাব্য দিয়ে আঁকতে হয়। তাই কাব্যের একটা বিশাল জায়গা থেকেই যায়।’