• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বহুদিন পর এক ফ্রেমে ছোটপর্দার জবা-পরম, ফিরছেন নতুন প্রজেক্টে? তুঙ্গে জল্পনা 

Published on:

কে আপন কে পর,Ke apon ke por,জবা,Jaba,পরম,Param,একসাথে,Together

সিরিয়াল মানেই দর্শকের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে দেখতেই মনের ক্লান্তি দূর হয়ে যায় সিরিয়ালপ্রেমী দর্শকদর। এইভাবেই প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররা কখন যেন দর্শকের অত্যন্ত কাছের হয়ে ওঠে। এখনকার দিনে দর্শকদের চাহিদা পূরণ করতে সারাবছরই আস্তে থাকে নিত্যনতুন সিরিয়াল।

তবে তারিমধ্যে এমনই বেশ কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় দর্শকমহলে। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেনা দর্শক। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমন একটি সিরিয়াল ছিল স্টার জলসার  ‘কে আপন কে পর’ (Ke apon ke por)। এই সিরিয়ালের নায়ক নায়িকা জবা (Jaba) -পরম (Param) আজও বাংলা সিরিয়ালের অন্যতম সেরা জুটি।

কে আপন কে পর,Ke apon ke por,জবা,Jaba,পরম,Param,একসাথে,Together

প্রসঙ্গত ২০১৬ সালে শুরু হওয়া এই সিরিয়াল টানা চলেছিল তিন বছর পর্যন্ত। তবে একথাও ঠিক ২০১৯ সালে এই সিরিয়াল শেষ হয়ে গেলেও আজও এই সিরিয়ালে অসংখ্য অনুরাগী রয়েছেন যারা টিভির পর্দায় রীতিমত মিস করেন জবা পরম জুটিকে। প্রসঙ্গত ‘কে আপন কে পর’ সিরিয়াল শেষ হয়েছে প্রায় তিন বছর হতে চলল।তারপরেও দর্শক মহলে রি জুটির আলাদাই ক্রেজ রয়েছে।

কে আপন কে পর,Ke apon ke por,জবা,Jaba,পরম,Param,একসাথে,Together

‘কে আপন কে পর’ ধারাবাহিক শেষ হওয়ার বহুদিন পর জি বাংলার নতুন সিরিয়াল ‘খেলনা বাড়ি’র হাত ধরে বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফিরে এসেছেন পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।  তবে কে আপন পর সিরিয়াল শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টিভির পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী পল্লবী শর্মাকে। এরই মধ্যে সম্প্রতি একই ফ্রেমে ধরা পড়তে দেখা গেল বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় জুটিকে।

কে আপন কে পর,Ke apon ke por,জবা,Jaba,পরম,Param,একসাথে,Together

তাদের সেই ছবি দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে জবা পরম জুটিকে একসাথে (Together) দেখে অনেকেই হয়তো ভাববেন তারা সম্ভবত নতুন কোন প্রজেক্ট শুরু করার জন্য আবার এক হয়েছেন। কিন্তু না আসলে তেমন কিছুই না। সম্প্রতি অর্থাৎ ১৫ ই আগস্ট ছিল জনপ্রিয় টেলি অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর বিয়ে। তার বিয়েতে হাজির হয়েছিলেন বাংলা টেলি জগতের একঝাঁক তারকা।

তাদের মধ্যে অন্যতম ছিলেন ছোট পর্দার জবা এবং পরম জুটি। ওই সিরিয়ালেই পরমের ভাসুরের চরিত্রে অভিনয় করেছিলেন অভ্রজিৎ। বর্তমানে তিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্যের কাকার চরিত্রে এবং ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে উর্মির কাকার চরিত্রে অভিনয় করছেন।  প্রসঙ্গত কে আপন কে পর এর সেটেই অভ্রজিৎ-এর সাথে পরিচয় হয়েছিল তার বর্তমান স্ত্রী, রিনিকার। আগেই সইসাবুদ করে আইনি বিয়ে সেরে রেখেছিলেন এই তারকা দম্পতি। আর এবার ১৫ ই আগস্টের দিন ধুমধাম করে সামাজিক বিয়ে সারলেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥