• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান ৬ মাস পর পর্দায় ফিরছেন ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের নিখিল-শ্যামা

Published on:

কৃষ্ণকলি,Krishnakali,তিয়াসা রায়,Tiyasa Roy,নীল ভট্টাচার্য,Neel Bhattachaya,কামব্যাক,Comeback

বাংলা টেলিভিশনের ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ছিল ‘কৃষ্ণকলি’ (Krishnakali)। টানা চার বছর ধরে জি বাংলার পর্দায় চলেছিল এই সিরিয়ালের সম্প্রচার। শুরু থেকেই দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল নবাগাতা অভিনেত্রী তিয়াসা রায়ের (Tiyasa Roy) অভিনয়। সিরিয়ালে তার বিপরীতে জুটি বেঁধেছিলেন টেলিভিশন হার্টথ্রব নীল ভট্টাচার্য (Neel Bhattachaya)।

এই ধারাবাহিকে তিয়াসার নাম হয়েছিল শ্যামা (Shyama)। অন্যদিকে নীল ভট্টাচার্যের নাম ছিল নিখিল (Nikhil)। চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় জুটি নিখিল শ্যামার এই সিরিয়াল। দর্শক মহলে এই সিরিয়াল এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বাংলা ছাড়াও তেলেগু, ওড়িয়া, ভোজপুরি সহ একাধিক ভাষায় কৃষ্ণকলি সিরিয়ালের  রিমেক তৈরি করেছিল জি কর্তৃপক্ষ।

কৃষ্ণকলি,Krishnakali,তিয়াসা রায়,Tiyasa Roy,নীল ভট্টাচার্য,Neel Bhattachaya,কামব্যাক,Comeback

কৃষ্ণকলি শেষ হওয়ার পর থেকে তিয়াসাকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অসংখ্য ভক্ত। জানা যাচ্ছে খুব শিগগিরই ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে কৃষ্ণকলির প্রযোজনা সংস্থা টেন্টের নতুন ধারাবাহিকে কামব্যাক করবেন ছোট পর্দার শ্যামা। তবে নানা কারণে পিছিয়ে যাচ্ছিল সেই সিরিয়ালের দিনক্ষণ।

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP

সেইসাথে এতদিন পর্যন্ত ধোঁয়াশা ছিল তিয়াসার বিপরীতে নায়কের চরিত্রের কাকে দেখা যাবে এই নিয়ে। আর এখানেই রয়েছে দর্শকদের জন্য একটা বড় চমক। জানা যাচ্ছে এবার তিয়াসার বিপরীতে জুটি বাঁধতে চলেছেন নীল ভট্টাচার্য। অর্থাৎ জি বাংলার পর স্টার জলসার হাত ধরে আবারো এই জনপ্রিয় জুটিকে টিভির পর্দায় দেখতে চলেছেন দর্শক।

কৃষ্ণকলি,Krishnakali,তিয়াসা রায়,Tiyasa Roy,নীল ভট্টাচার্য,Neel Bhattachaya,কামব্যাক,Comeback

এই নতুন মেগা সিরিয়াল নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছু ঘোষণা না করা হলেও একথা এক প্রকার নিশ্চিত এবার ছোটপর্দার এই জনপ্রিয় জুটিকে তাদের চ্যানেলে নিয়ে আসতে একেবারে কোমর কোষে নেমেছে স্টার জলসা। আসলে বাংলা সিরিয়ালের ক্ষেত্রে মাঝেমধ্যেই একটা প্রবণতা লক্ষ্য করা যায় যেখানে দেখা যায় বিরোধী চ্যানেলের সব সময় নজর থাকে প্রতিপক্ষ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় জুটির দিকে।

কৃষ্ণকলি,Krishnakali,তিয়াসা রায়,Tiyasa Roy,নীল ভট্টাচার্য,Neel Bhattachaya,কামব্যাক,Comeback

ঠিক যেমন কিছুদিন আগেই স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে রাহুল রুকমার জনপ্রিয় জুটিকে জি বাংলা ফিরিয়ে এনেছিল ‘লালকুঠি’ সিরিয়ালে। যদিও স্টার জলসার সেই পুরনো ম্যাজিক জি বাংলা এসে দেখাতে পারিনি রাম্পি জুটি। আর এবার জানা যাচ্ছে ওই একই পথে হেঁটে জি বাংলার জনপ্রিয় নিখিল শ্যামা জুটিকে নতুন সিরিয়ালে ফিরিয়ে আনতে চলেছে স্টার জলসা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥