• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিদেশে গিয়ে দেশের নাম ডোবাচ্ছে! নাইটি পরে রাস্তায় শুয়ে নাচ স্যান্ডির, ভিডিওতে কটাক্ষ নেটিজেনদের

Published on:

Sandy Saha lied while dancing on Pataya street viral video netizens gives mix reactions

সোশ্যাল মিডিয়ার যুগে বিনোদন, আড্ডা মজা থেকে সব কিছুই আজ সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছে। নেটপাড়ায় যা কিছু ভাইরাল তা সবার মুখে মুখে। আর ট্রেন্ডিংয়ে থাকতে হয় সেটা স্যান্ডি সাহা (Sandy Saha) ভালোই জানে। আসলে মজার সমস্ত কান্ডকারখানা করে থাকে স্যান্ডি। যখন যেটা ট্রেন্ড চলে সে সাজে হাজির হতে দেখা যায় তাকে। বাংলার ইউটিউবার (Youtuber) হিসাবেও বেশ জনপ্রিয়তা রয়েছে স্যান্ডির।

যখন কাঁচা বাদাম প্রথম ভাইরাল হতে শুরু করে তখন সর্বাঙ্গে বাদাম গুঁজে দেখা গিয়েছিল স্যান্ডি সাহাকে। এরপর গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ট্রেন্ডিংয়ে আসা মাত্রই গাঙ্গুবাঈ সাজেও হাজির হয়েছিল সে। এভাবেই কোনো কিছু ট্রেন্ড এলেই হল, সাথে এসাথেই সেই সাজে হাজির হতে দেখা যায় স্যান্দিকে। তবে ভাইরাল সাজ বাদে স্যান্ডির প্রিয় পোশাক হল নাইটি। বাড়িতে তো বটেই, রাস্তা ঘাটে, শপিং মলে, মেলায়, পাঁচ তারা হোটেলে, বিমান বন্দরে সর্বত্রই নাইটি পরে দেখা গিয়েছে স্যান্ডিকে।

Sandy Saha,Naity Boudi,Sandy Saha in Pataya,Sandy Saha Dance,স্যান্ডি সাহা,স্যান্ডি সাহার নাচ,ভাইরাল ভিডিও,নাইটি বৌদি স্যান্ডি,পাটায়ায় স্যান্ডি

নিজেকে নাইটি বৌদি বলেও আখ্যা দিয়েছে স্যান্ডি। মাঝে মধ্যেই ভিডিও ব্লগ শেয়ার করেন স্যান্ডি নিজের সোশ্যাল মিডিয়াতে। যেখানে কখনো বিচিত্র সাজে তো কখনো নাইটি পরেই মজার কান্ডকারখানা করতে দেখা যায় তাকে। এই সমস্ত ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়। যা দেখে নেটিজেনদের কেউ হেসে গড়াগড়ি দেন তো একাংশ আবার কুমন্তব্যও করেন।

Sandy Saha,Naity Boudi,Sandy Saha in Pataya,Sandy Saha Dance,স্যান্ডি সাহা,স্যান্ডি সাহার নাচ,ভাইরাল ভিডিও,নাইটি বৌদি স্যান্ডি,পাটায়ায় স্যান্ডি

সম্প্রতি ফেসবুকে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন স্যান্ডি সাহা। ভিডিওর শুরুতেই জানানো হয়েছে বর্তমানে থাইল্যান্ডের পাটায়া (Pataya) ঘুরতে গিয়েছেন তিনি। আর সেখানেই সন্ধ্যে বেলায় মজা করতে বেরিয়ে করা হয়েছে ব্লগ। ভিডিওতে নাইটি পরেই দেখা যাচ্ছে স্যান্ডিকে। পাতায়ার ওয়াকিং স্ট্রিটে সন্ধে বেলা খাবার খাওয়া থেকে হুল্লোড় করার জন্য বেরিয়েছে স্যান্ডি সেটা শুরুতেই বলে দিয়েছে।

Sandy Saha wearing Nity in Airport

এরপর দেখা যাচ্ছে সেখানে ভুট্টা খেয়েছে সে। তাপর রাস্তার মাঝেই নাইটি পরে একেরপর এক গানে নাচতে শুরু করেছে স্যান্ডি। এমনকি গানে নাচতে নাচেতে শুয়েই পড়েছে রাস্তায়। যা দেখে আশেপাশের লোকেরাও অবাক হয়ে তাকে দেখতে শুরু করেছে। এরপর ডিস্কোতেও মজা করতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

ফুল ভিডিও দেখতে এই লিঙ্কে কিল্ক করুন

স্যান্ডির এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। যা দেখে নেটিজনরাও বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। তবে নেটিজেনদের একাংশ ব্যাপক চটে দিয়েছেন। কারণ এভাবে বিদেশে গিয়ে নোংরামি করে আদতে দেশের বদনাম হচ্ছে। এমনটাই মন অনেকেরই। তাই তারা দেশের নাম বা রাজ্যের নাম বলার পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন, ‘ভাই যাই করিস কাউকে বলে বসিস না তুই ভারত থেকে এসেছিস। কারন বাইরে ভারতের অনেক সন্মান আছে।।’ তো কেউ লিখেছেন, ‘দয়া করে নিজের দেশের আর রাজ্যের নাম উল্লেখ করে খিল্লি বানিওনা লোকের কাছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥