বলিউডে যেমন বেশ কিছু সিনেমা বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়, তেমনই বেশ কিছু ছবি এমনও থাকে, যেগুলি বাস্তব ঘটনা নয়, বরং গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে। তবে মাঝেমধ্যে সেই গল্পের গরুই এমনভাবে গাছে ওঠে যা দেখে দর্শকদের একেবারে মাথা খারাপ হয়ে যায়। আজকের প্রতিবেদনে বলিউডের (Bollywood) এমনই ৭ গাঁজাখুরি (Unrealistic things) দিকের কথা তুলে ধরা হল।
হিরোর বারবার বেঁচে যাওয়া- সিনেমায় নায়ককে যতই বাজেভাবে মারা হোক না কেন, শেষ পর্যন্ত তিনি কোনও না কোনও ভাবে ঠিক বেঁচে যানই। দর্শকদের মনে তখন একটাই প্রশ্ন জাগে, কীভাবে এমন পরিস্থিতি থেকে কোনও সাধারণ মানুষ বেঁচে ফিরতে পারে? কিন্তু ওই যে, গল্পের গরু! উদাহরণ হিসেবে সানি দেওল অভিনীত ‘মা তুঝে সালাম’ ছবির কথা বলা যেতে পারে। সেখানে ৩০টি গুলি খাওয়ার পরেও বেঁচে ফিরেছিলেন সানি।
পুনর্জন্ম- বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা বহু গবেষণা করার পরেও পুনর্জন্মের প্রমাণ পাননি। কিন্তু বলিউডের ছবিতে সব কিছু সম্ভব। বর্তমান সময়ে যেখানে গতকালের জিনিস মনে রাখা সম্ভব হয় না, সেখানে বলিউডের ছবিতে দেখানো হয়, গত জন্মের কথা একেবারে হুবহু মনে রয়েছে নায়ক-নায়িকাদের। বিশ্বাস না হলে, ‘হাউসফুল ৪’ সিনেমাটি দেখে নিতে পারেন।
রহস্যময়ী যমজ ভাই- আশির দশকে বহু সিনেমায় দেখানো হয়েছে, নায়কের রহস্যময়ী যমজ ভাইয়ের অস্তিত্বের কথা। ছবিতে দেখানো হতো, এক ভাইয়ের কথা আর এক ভাই জানেনই না। হঠাৎ করে সামনাসামনি চলে আসেন দু’জনে। ব্যাস, বাকিটা তো দর্শকদের জানাই।
সবসময় সবার এক স্টেপে নাচা- বলিউডে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের কথা দর্শকদের অজানা নয়। হঠাৎ করে গান শুরু হয়ে যায়। আর নায়ক-নায়িকাদের পিছনে চলে আসেন একদল ছেলে-মেয়ে। আর একেবারে হুমহু নায়ক-নায়িকাদের স্টেপে নাচা শুরু করে দেন। একটুও ত্রুটি হয় না তাঁদের নাচে।
প্রথমে অপছন্দ, এরপর ভালোবাসা- বলিউডের বহু ছবিতে দেখানো হয়েছে যে, ছবির শুরুতে নায়ক-নায়িকা প্রথমে একে অপরকে একেবারেই সহ্য করতে পারত না। কিন্তু সময়ের সঙ্গেই দু’জনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। সে ছবির শুরুতে নায়ক নায়িকাকে যতই অপমান করুন না কেন, ছবির শেষে সেই ছেলের প্রেমেই হাবুডুবু খেতে থাকেন সুন্দরী নায়িকা।
যেখানে সেখানে নাচ- বলিউড সিনেমার সবচেয়ে বেশি অবাস্তব জিনিস দেখানো হয়, তা হল যেখানে সেখানে নায়ক-নায়িকার নাচ। দেশের মধ্যে থাকতে থাকতেই কখনও বিদেশে চলে যান তাঁরা, আবার কখনও পাহাড়ের চূড়ায়। সেসব দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় দর্শকদের।
অন্য পৃথিবী থেকে এলিয়েনদের এই পৃথিবীতে চলে আসা- এই গ্রহের প্রাণীরাই এখানে থাকতে পারছেন না। আর বলিউডের ছবিতে দেখানো হয়, ভিন গ্রহ থেকে এলিয়েনরা চলে এসেছেন এখানে থাকতে।
বহু এলিয়েনকে তো আবার হুবহু এই গ্রহের মানুষদের মতোই দেখতে। ‘কোই মিল গয়া’ থেকে শুরু করে ‘পিকে’, এলিয়েনদের নিয়ে বলিউডের ছবির সংখ্যা কিন্তু নেহাত কম নয়।