চলতি বছর হাতেগোনা যে ক’টি বলিউড (Bollywood) ছবি সফল হয়েছে, তার মধ্যে একটি হল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বক্স অফিসে একেবারে ঝড় তুলেছিল ছবিটি। এই সিনেমার হাত ধরেই রাতারাতি যেমন ছবির তারকারা দর্শকমনে বিশেষ স্থান আদায় করে নিয়েছিলেন, তেমনই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও (Vivek Agnihotri) দেশের অন্যতম সেরা পরিচালকের শিরোপা আদায় করে নেন।
এবার সেই পরিচালকই বলিউডের এক অজানা অন্ধকার দিক সকলের সামনে ফাঁস করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করে বিবেক লিখেছেন, ‘বলিউডে কীভাবে কাজ হয় এটা বুঝতে গিয়েই আমার বহুবছর লেগে গিয়েছে। আপনারা যা দেখেই সেটা বলিউড নয়। আসল বলিউড তো অন্ধকার গলিতে পাওয়া যায়। এটা আসলে এতটাই কালো যে একজন সাধারণ মানুষের পক্ষে বলিউডকে বুঝতে পারা অসম্ভব’।
বিবেকের সংযোজন, ‘এই অন্ধকার গলিগুলিতে আপনি ভেঙে যাওয়া স্বপ্ন দেখেন। বলিউড যদি গল্পের মিউজিয়াম হয়, তাহলে এটিও একটি ট্যালেন্ট। এটা রিজেকশনের বিষয়ে নয়। এই বিষয়টি হল কীভাবে বলিউডে মানুষকে অপমান করা হয় সেই বিষয়ে। একজন মানুষের আত্মবিশ্বাস একেবারে ভেঙে দেয়’।
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক এরপর লেখেন, একজন মানুষ ভাত, রুটি না খেয়েও হয়তো বেশ কিছুদিন বেঁচে থাকতে পারবেন। কিন্তু আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, সম্মান যদি বেঁচে না থাকে, তাহলে সেই মানুষের পক্ষেও বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে।
বিবেক জানান, বলিউডের এই কঠিন বাস্তব সহ্য না করতে পেরে, অনেকেই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যারা থেকে যান, তাঁরা মাদক, মদ-সহ জীবন নষ্ট করে দেওয়ার মতো সকল প্রকারের জিনিস সেবন করা শুরু করে দেন।
বলিপাড়ার এই নামী পরিচালক জানান, আপনি যদি ব্যর্থ হন, তাহলে কেউ বলিউডে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সেই ভাবেই আপনাকে ফেলে রাখে। আপনার খারাপ হলেই তাঁরা যেন শান্তি পায়। বলিউডের অংশ হয়ে বিবেক যে অন্ধকার দিকের কথা ফাঁস করেছেন, তা দেখে অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ। বলিউডের ঝাঁ চকচকে জীবনের পিছনেও যে একটা সত্যি আছে, তা জানতে পেরে বিশ্বাস করতে পারছেন না তাঁরা।