বাঙালিরা বিনোদন প্রেমী একটা সকলেই স্বীকার করবেন। আর বিনোদন বলতে সবার আগেই আসে সিনেমা, সেটা বাংলা হোক কিংবা হিন্দি। একসময় সিনেমা বললেই বলিউডের (Bollywood) আর টলিউডের (Tollywood) কথা উঠত। কিন্তু বিগত কয়েকমাসে সেই চিত্র অনেকটাই পাল্টে গিয়েছে! একেরপর এক বলিউডের ছবি বয়কটের (boycott) জেরে ফ্লপ হচ্ছে। আর এবার টলিউডেও একই ট্রেন্ড দেখা গিয়েছে ‘ধর্মযুদ্ধ’ (Dharmajuddha) ও ‘বিসমিল্লা’ ছবিকে নিয়ে।
টলিউডের ছবি বয়কট এভাবে আগে খুব একটা হয়নি বলেই চলে। তাছাড়া এই দুই ছবির বিরুদ্ধেই হিন্দুদের ধর্মাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে ধর্মযুদ্ধ ছবি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সাথে সোশ্যাল মিডিয়াতে বয়কট ধর্মযুদ্ধ বার্তা শেয়ার করতে দেখা গেছে নেটিজেনদের।
ছবিকে নিয়ে শুরু হওয়ার বিতর্কের মাঝে ইতিমধ্যেই মুখ খুলেছেন পরিচালক রাজ চক্রবর্তী থেকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর মতে ছবি না দেখেই লোকে যা তা বলে বেড়াচ্ছে। ছবি দেখে সমালোচনা করুন, না দেখে উল্টোপাল্টা মন্তব্য করা উচিত নয়। এবার ছবির আরেক অভিনেতা সোহম চক্রবর্তী মুখ খুললেন ছবি বয়কট প্রসঙ্গে।
টালিউডের অভিনেতাদের মধ্যে বেশ জনপ্রিয় সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)। তাছাড়া কিছুদিন আগেই ‘মহানায়ক’ অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা। ধর্মযুদ্ধ ছবিতে অভিনয় করলেও রিলিজের পর থেকেই ছবির বিরুদ্ধে ধর্মাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। এবার সেই নিয়েই সোহম বললেন, রাজ ভালো ভাষায় বলেছে, ওরা এই ভাষার যোগ্যও নয়। এসব মানুষের কথা বলের যোগ্যতাই নেই। এদের পাত্তাই দিই না তাই তর্ক করা বৃথা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন অনেক সময় ইচ্ছা করেই এই এমন কাজ করানো হয়।
এর আগে রাজ চক্রবর্তী সাংবাদিককদের একটি বয়কটের পোস্টার দেখিয়ে বলেন, কেউ যদি ছবিটা দেখে সমালোচনা করতেন তাহলে শুনতাম। কিন্তু ছবি না দেখেই উল্টোপাল্টা রটানো হলে তো মানব না। হয়তো কিছু লোক ইচ্ছা করেই অশান্তির একটা পরিবেশ তৈরী করার চেষ্টা করছে।
আমার মা ছিলেন আমার সবচেয়ে কাছের বন্ধু, guiding light…She will always be an inspiration for me. Thank you @iamrajchoco for making #Dharmajuddha! What a powerful performance by Swatilekha di! @subhashreesotwe, @parnomittra, @myslf_soham, #RitwickChakraborty-র অভিনয়-ও দুর্দান্ত।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) August 16, 2022
প্রসঙ্গত, টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘ধর্মযুদ্ধ’ নিয়ে মুখ খুলেছেন। তাঁর মতে সত্যিই মনে রাখার মত একটা ছবি তৈরী হয়েছে এটা। সমস্ত শিল্পীদের অভিনয়ের প্রশংসা করে একটি টুইট পর্যন্ত করেছিলেন তিনি।