টেলিপাড়া থেকে হটাৎই খারাপ খবর মিলেছে! হটাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। অভিনেত্রী টলিউড তো বটেই টেলিভিশন জগতের বিখ্যাত অভিনেতা শঙ্কর চক্রবর্তীর (Shankar Chakraborty) স্ত্রী। এদিন হটাৎ করেন শারীরিক অবনতি হয়ে অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। তবে হটাৎ করেই অবস্থা গুরুতর হয়ে পরে। যার জেরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে হাওয়া হয় তাকে। অভিনেত্রীকে ভেন্টিলেশনে পর্যন্ত দেওয়া হয়েছিল তবে অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর স্বামী শঙ্কর চক্রবর্তীর সাথে বাড়িও ফিরেছিলেন। কিন্তু বাড়ি বাড়াবাড়ি হয় তখন আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভালো খবর এই যে অভিনেত্রী বর্তমানে আগের তুলনায় কিছুটা ভালো রয়েছেন।
ঠিক কি কারণে হটাৎ এমন বাড়াবাড়ি? সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল শঙ্কর চক্রবর্তীকে। তিনি জানান, অভিনেত্রীর পেতে ফ্লুইড জমেছে, এছাড়া লিভারেরও সমস্যা রয়েছে বেশ গুরুতর। চিকিৎসকরা লিভার প্রতিষ্ঠানপনের জন্য পরামর্শ দিয়েছেন। তবে আপাতত বিশ্রাম সব থেকে বেশি প্রয়োজন।
বর্তমানে অভিনেত্রী গাঁটছড়া সিরিয়ালে অভিনয় করছেন। সিরিয়ালের প্রধান চরিত্র খড়ির জেঠিমা হিসাবে দেখা যাচ্ছিল তাকে। তবে এবার হয়তো শারীরিক অসুস্থতার জন্য কিছুদিনের জন্য তাকে পর্দায় দেখা নাও যেতে পারে। অবশ্য ডাক্তারদের মতে কিছুদিন বিশ্রাম নিলেই আবারও পর্দায় ফিরতে পারবেন অভিনেত্রী।
সোনালি চক্রবর্তী ও তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তী দুজনেই অভিনয়ের সাথে যুক্ত। একাধিক সিরিয়ালে কাজ করছেন শঙ্করবাবু। তেমনি তাদের মেয়েও বিনোদন জগতেই কাজ করেন। তবে কলকাতায় নয় বরং মুম্বাইতে সহকারী পরিচালকের কাজ করেন সোনালি চক্রবর্তীর মেয়ে। এদিন মায়ের অসুস্থতার খুব পেয়ে মুম্বাই থেকে বাড়ি ফিরেছেন তিনিও।
প্রসঙ্গত, সোনালি চক্রবর্তী একসময় চুটিয়ে বড়পর্দায় অভিনয় করেছিলেন। মাঝে অভিনয়ে থেকে দূরে ছিলেন বেশ কিছু বছর। তবে গাঁটছড়া সিরিয়ালের হাত ধরে আবারও কামব্যাক করেছেন অভিনেত্রী। তাঁকে আবারও পর্দায় ফিরতে দেখে খুশি হয়েছেন দর্শকেরাও। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন দর্শকরা।