• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের জন্য ছেড়েছিলেন বলিউডের কাজের অফার, মন ফাগুন শেষ হতেই আফসোস করছেন শন

Published on:

Sean Banerjee rejected mumbai work offer for Mon Phagun now serial ending

চেনা তারকাদের অনেকেই ছোটপর্দায় পথ চলা শুরু করে ধীরে ধীরে বড় পর্দায় চলে যান। টলিউডে এমন অনেক উদাহরণ রয়েছে। তবে আবার এমনও কিছু তারকা রয়েছেন যারা টেলিভিশনে থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তবে জীবনে এগিয়ে চলার সুযোগ হাতছাড়া করলে পরে আফসোস করতেই হয়, কারণ সুযোগ বার বার আসে না। খানিক এমনটাই হয়েছে টেলি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের (Sean Banerjee) সাথে। মন ফাগুন (Mon Phagun) সিরিয়ালে কাজের জন্য মুম্বাইয়ের কাজের অফার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।

হ্যাঁ ঠিকই দেখছেন, ষ্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালের ঋষিরাজের কথাই বলছি। একসময় এখানে আকাশ নীল সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এর দীর্ঘদিন পর মন ফাগুন সিরিয়ালের মধ্যে দিয়ে কামব্যাক করেছিলেন তিনি। এবারেও দর্শকদের মন জিতেছিলেন ঋষি হয়ে। এমনকি সিরিয়ালে অভিনয়ের জন্য মুম্বাই থেকে আসা কাজের অফার পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন।

Mon Phagun

কিন্তু মুশকিল হল যে সিরিয়ালের জন্য ভালো কাজের অফার ছেড়ে দিলেন সেটাই এখন অস্তিত্ব সংকটে। ইতিমধ্যেই সিরিয়ালের শেষ হওয়ার ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২৯শে অগাস্ট মন ফাগুনের শেষ সম্প্রচার হতে চলেছে। এদিনের পর প্রিয় ঋষি-পিহু জুটিকে আর দেখা যাবে না টিভির পর্দায়।

প্রিয় সিরিয়াল শেষ হয়ে যাবে জানতে পেরে রীতিমত মন খারাপ দর্শকদের। পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের মন খারাপ কারণ একসাথে দীর্ঘদিন কাজ করতে করতে একপ্রকার পরিবারের মত হয়ে গিয়েছিল সবাই। কিন্তু অভিনেতা শনের মন হয়তো একটু বেশিই খারাপ!  কারণ হয়তো মুম্বাইয়ের কাজের অফার ফিরিয়ে দিয়ে এখন আফসোস করছেন তিনি।

Sean Banerjee

অভিনেতার মতে, মেগা সিরিয়ালে কাজ করতে করতে অন্য কাজে মন দেওয়া বেশ কঠিন। তাছাড়া শুটিংয়ের ডেট নিয়েও সমস্যা তৈরী হয়।  এই সমস্ত কারণের জন্যই মুম্বাইয়ের কাজের অফার পেয়েও সেটা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু হটাৎ করে চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা আশাহত হয়েছেন তিনিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥