বলিউডের ছবি মানেই বয়কট করতে হবে। এখন যেন এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই সেই কথা বুঝে নেওয়া যায়। চলতি মাসে মুক্তি পাওয়া আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে এবার বলিউডের সুদিন ফিরতে চলেছে। একের পর এক বিগ বাজেট সিনেমা (Bollywood movies) মুক্তি পেতে চলেছে। দর্শকরা চেয়েও সেই সিনেমাগুলি থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবেন না। আজকের প্রতিবেদনে এমনই ৫ সিনেমার নাম তুলে ধরা হল।
ব্রহ্মাস্ত্র (Brahmastra)- আগামী ৯ সেপ্টেম্বর দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। ২০১৪ সালে ‘ব্রহ্মাস্ত্র’র কথা ঘোষিত হয়েছিল, চলতি বছর সেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। অয়ন মুখার্জির এই ছবি করতে গিয়েই প্রেম শুরু হয়েছিল রণবীর-আলিয়ার। এই ৮ বছরে চুটিয়ে প্রেম করে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। শীঘ্রই মা-বাবা হবেন ‘রণলিয়া’ জুটি। প্রায় ৩০০ কোটি টাকার বাজেটে তৈরি ‘ব্রহ্মাস্ত্র’র হাত ধরেই বলিউডের সুদিন ফিরবে বলে মত দর্শকদের।
পাঠান (Pathan)- ‘রকেট্রি’ এবং ‘লাল সিং চাড্ডা’র ক্যামিও বাদ দিলে দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘বাদশা’ শাহরুখ খান। প্রায় ২৫০ কোটির বাজেটে তৈরি ‘পাঠান’ সিনেমার হাত ধরেই ফের বড় পর্দায় দেখা যাবে ‘কিং খান’এর ম্যাজিক। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সব মিলিয়ে একেবারে জমজমাট হতে চলেছে যশ রাজ প্রযোজিত এই সিনেমা।
টাইগার ৩ (Tiger 3)- দর্শকদের মধ্যে সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা বিপুল। টাইগার-জোয়ার জুটি মানেই একেবারে সুপারহিট। এবার সেই ফ্র্যাঞ্চাইজিরই তৃতীয় ছবি আসতে চলেছে। আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। এছাড়াও ভিলেনের চরিত্রেও থাকছে বড় চমক। বলিউডের ‘কিসিং কিং’ ইমরান হাশমিকে এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে।
রাম সেতু (Ram Setu)- চলতি বছর অক্ষয় কুমারের একটি ছবিও বক্স অফিসে সফল হতে পারেনি। তবে অভিনেতার হাতে এখনও বেশ কিছু দুর্দান্ত সিনেমা রয়েছে। এমনই একটি ছবি হল ‘রাম সেতু’। তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপ সংযোগকারী ঐতিহাসিক ‘রামা সেতু’র ওপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হবে। অক্ষয় ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরত বারুচা।
বিক্রম বেধা (Vikram Vedha)- ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘ওয়ার’এ শেষবারের মতো দেখা গিয়েছিল ‘গ্রিক গড’ ঋত্বিক রোশনকে। সেই ছবির পর এবার ‘বিক্রম বেধা’ নিয়ে আসছেন অভিনেতা।
একই নামের সুপারহিট তামিল ছবির হিন্দি রিমেকে ঋত্বিক ছাড়াও অভিনয় করছেন সইফ আলি খান। প্রায় ২০০ কোটির বাজেটে তৈরি এই ছবি সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।