সাম্প্রতিক অতীতে বলিউডের (Bollywood) একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই তালিকায় নাম রয়েছে বলিপাড়ার একাধিক সুপারস্টারের সিনেমারও। সম্প্রতি যেমন চরম ফ্লপ হয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। ‘বয়কট বলিউড’ (Boycott Bollywood) ট্রেন্ডের গেঁরোয় ফেঁসে একেবারে ল্যাজেগোবরে দশা হয়েছে বলিউডের।
দর্শকরা বলিউড থেকে এতটাই বিমুখ হয়ে গিয়েছেন যে, ছবি দেখার আগেই তা বয়কটের ডাক দিচ্ছেন। ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’এর ক্ষেত্রেও তাই হয়েছিল। এবার রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগেও ফের বয়কটের ডাক উঠেছে। এবার এই ‘বয়কট সংস্কৃতি’ নিয়ে মুখ খুললেন বলিউডের নামী প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)।
বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন সুপারস্টার জীতেন্দ্রর কন্যা একতা। টেলিভিশনের দুনিয়ার ‘সম্রাজ্ঞী’ তিনি। তবে বলিউডের বহু সুপারহিট ছবি প্রযোজনাও করেছেন। এবার সেই ব্যক্তিত্বই চলতে থাকা ‘বয়কট’ ট্রেন্ড নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় একতাকে ‘বয়কট’ ট্রেন্ড নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘খুবই অবাক লাগছে যে, বলিউডের ইতিহাসে সবচেয়ে ভালো ব্যবসা করেছেন যে অভিনেতারা তাঁদেরই বয়কট করা হচ্ছে। ইন্ডাস্ট্রির প্রত্যেক ‘খান’, শাহরুখ, সলমন, সইফ এবং বিশেষ করে আমির – এনারা কিংবদন্তি। আমরা ওনাদের বয়কট করতে পারি না’।
এরপর ‘মিস্টার পারফেকশনিস্ট’এর পাশে দাঁড়িয়ে একতা বলেন, ‘আমির খানকে কোনোদিন বয়কট করা সম্ভবই নয়’। বালাজি টেলিফিল্মস লিমিটেডের কর্ণধারই অবশ্য প্রথম নন, এর আগেও বলিউডের একাধিক ব্যক্তিত্ব আমির খানের ‘লাল সিং চাড্ডা’র সমর্থনে মুখ খুলেছেন। ছবিটি দেখে অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
তবে বলিউডের লোকেরা যতই ভূয়সী প্রশংসা করুক না কেন, বক্স অফিসে কিন্তু এখনও ভালো ব্যবসা করতে ব্যর্থ হচ্ছে আমিরের সিনেমা। দীর্ঘ চার বছর ধরে বানানো এই বিগ বাজেট সিনেমা শেষ পর্যন্ত ছবি তৈরির টাকাটুকুও তুলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।