বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি (Karunamoyi Rani Rasmoni)-তে রানিমা (Ranima) হয়েই পৌঁছে গিয়েছিলেন বাংলার ঘরে ঘরে। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে আজও তিনি রানিমা নামেই বেশি জনপ্রিয়। এতো অল্প বয়েসে এমন বলিষ্ঠ একটা চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়েছিল আপামর বাংলার দর্শকদের।
সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর থেকেই রানিমার খোলস ছেড়ে বেরোনোর আপ্রাণ চ্যানেল চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিতিপ্রিয়া। তাই এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর থেকেই বড় পর্দা থেকে, ওয়েব সিরিজ সমস্ত বিনোদন মাধ্যমেই দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন অভিনেত্রী। এবার সেই সাথে সম্প্রতি টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সাথে তিনি অভিনয় করে ফেলেছেন ‘দেখেছি রুপ সাগরে’ (Dekhechi Rupsagore) মিউজিক ভিডিওতে (Music Video)।
বহুদিন পর এই মিউজিক ভিডিওর হাত ধরে একটা অসম্পূর্ণ প্রেমের গল্প উপহার পেয়েছেন দর্শক। যার মধ্যে প্রেম থেকে বিরহ সমস্ত রকম সুক্ষ অনুভূতিই বিরাজমান। সম্প্রতি মিউজিক ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়েই হিন্দুস্তান টাইমস বাংলা সাথে সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের (Personal Life) এমনই অপূর্ন প্রেমের কথা জানিয়েছিলেন দিতিপ্রিয়া।
অভিনেত্রীর কথায় জানা যায় সেই অর্থে প্রেম না হলেও তার জীবনেও এমন একাধিক অপূর্ণ ভালো লাগা রয়েছে। তবে এখনো পর্যন্ত ছোট পর্দা রানীমা নাকি তথাকথিত প্রেম করেননি, কিংবা কোনদিন সম্পর্কে জড়াননি। সত্যি কথা বলতে অভিনেত্রী জানিয়েছেন বেশ কয়েকবার চেষ্টা করেও তিনি কারো সাথে সম্পর্কে জড়াতে পারেননি।
কারণ সম্পর্কে যাওয়ার আগে তার খুব ভয় লাগে। অভিনেত্রীর কথায় একটা মানুষের সাথে সম্পর্কে যেতে গেলে দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়। দিতিপ্রিয়া মনে করেন একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিউর এখনও তিনি হননি।তবে অভিনেত্রী জানিয়েছেন তাকে ইমপ্রেস করার জন্য কাউকে কিছু করতে হবে না।
যদি তার ইমপ্রেস হওয়ার হয় তাহলে তিনি এমনিই হবেন। দিতিপ্রিয়া সাধারণত কারোর ব্যবহারে মুগ্ধ হন তো কখনও তার কারো কথা র ভালো লাগে। তবে ভালো লাগার মানুষ কোন পেশার হবে তা নিয়ে কোন বাছ বিচার নেই অভিনেত্রীর। তাই তিনি ইন্ডাস্ট্রির কেউ হতে পারেন আবার ইন্ডাস্ট্রির বাইরেরও কেউ হতে পারেন। তা নিয়ে মাথাব্যথা নেই অভিনেত্রীর।