• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে মিটতেই কাছাকাছি সাহেব চিঠি! নতুন জুটির রোম্যান্স দেখে মুগ্ধ দর্শক, রইল মিষ্টি ভিডিও

Published on:

সাহেবের চিঠি,Saheber Chithi,সাহেব,Saheb,চিঠি,Chithi,বৌভাত,Reception,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সারাদিনের কর্মব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়াল গুলি। দিনের পর দিন দর্শকমহলে বাড়তে থাকা সিরিয়ালের চাহিদার কথা মাথায় রেখেই গত একবছরে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একঝাঁক নতুন সিরিয়াল।

এই যেমন কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। শুরু থেকেই এই সিরিয়াল ঘিরে দর্শকমহলে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। তার অন্যতম কারণ এই সিরিয়ালের নায়ক সাহেব অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। সিরিয়ালের তার বিপরীতে নায়িকা চিঠির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)।

সাহেবের চিঠি,Saheber Chithi,সাহেব,Saheb,চিঠি,Chithi,বৌভাত,Reception,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video
ইদানিং সব সিরিয়ালেই বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মুহূর্তে এই সাহেবের চিঠি সিরিয়ালেও দেখা যাচ্ছে সাহেব চিঠির বিয়ের পর্ব। ইতিমধ্যেই নানান নাটকীয় মুহূর্তের অবসান ঘটিয়ে চিঠির সিঁথিতেই সিঁদুর দিয়েছে সাহেব। তারপর থেকে একে একে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে সমস্ত নিয়ম পালনের পর সিরিয়ালে এখন দেখা যাচ্ছে সাহেব চিঠির বৌভাতের পর্ব।

সাহেবের চিঠি,Saheber Chithi,সাহেব,Saheb,চিঠি,Chithi,বৌভাত,Reception,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সাহেবের চিঠি সিরিয়ালের একটি নতুন মিষ্টি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে সাহেব চিঠি র বৌভাতের একটি মিষ্টি মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে বিয়ের পরেই বৌভাতের রাতেই একে অপরের কাছাকাছি এসেছে সাহেব চিঠি। ধারাবাহিকের রকস্টার সাহেব তার বৌভাতে চিঠির সাথে গলা মিলিয়ে গান গাইছে।

সাহেবের চিঠি,Saheber Chithi,সাহেব,Saheb,চিঠি,Chithi,বৌভাত,Reception,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video

গান গাইতে গাইতে এক সময় সে গিটার বাজাতে শুরু করে। তখন সাহেবকে দেখে মুগ্ধ হয়ে দুচোখ ভরে দেখছিল চিঠি।  এরপরেই এই ভিডিওতে দেখা যাচ্ছে সাহেব চিঠির মধ্যে একটি সুন্দর মিষ্টি মুহূর্ত। যদিও সবটাই ছিল চিঠির কল্পনা। তবুও টিভির পর্দায় সাহেব চিঠির এই রোমান্স দেখে দারুণ খুশি হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা।

(ভিডিওটি দেখার জন্য ওপরের লিংকে ক্লিক করুন)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥