ইদানিং তো সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলে না দর্শকদের। দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক চ্যানেল গুলিতে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল। সারা সপ্তাহ ধরেই বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলোতে একের পর এক চলতে থাকে নিত্যনতুন সিরিয়ালের মেলা।
দিনে দিনে সিরিয়াল আর বিনোদন কথাটা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। সিরিয়াল ছাড়া এখনকার দিনে এক মুহূর্ত চলতে পারেন না সিরিয়ালের পোকা দর্শকরা। এমনকি সোশ্যাল মিডিয়াতে ফ্যান পেজ ক্রিয়েট করে রীতিমত তর্ক বিতর্ক চলতে থাকে অনুরাগীদের মধ্যে। এ যেন একটা আলাদাই জগত। যার পুরোটাই জুড়ে রয়েছে বিভিন্ন সিরিয়ালের চরিত্ররা। দিনে দিনে দর্শকমহলে বাড়তে থাকা সিরিয়ালের এই চাহিদার কথা মাথায় রেখেই গত এক বছরে এসেছে একের পর এক নতুন সিরিয়াল। আর নতুন সিরিয়াল মানেই তার কোপ গিয়ে পড়ে পুরনো সিরিয়ালের ওপর।
কথায় আছে নতুনকে জায়গা দিতে জায়গা ছাড়তে হয় পুরনো কে। সিরিয়ালের ক্ষেত্রেও ঠিক এই কথাটাই প্রযোজ্য। কিছুদিন ধরেই পাল্লা দিয়ে যেমন একের পর এক নতুন সিরিয়াল এসেছে,সেই সাথে ধুম পড়ে গিয়েছে নতুন পুরনো সিরিয়াল শেষ হওয়ারও (Air Off)। আসলে এখনকার দিনে কোন সিরিয়ালই আর ইলাস্টিকের মত অহেতুক লম্বা করা হয় না। নির্দিষ্ট সময়েই গল্পের প্রয়োজনে শেষ করে দেওয়া হয় সেই সিরিয়াল।
ইতিমধ্যেই টেলিপাড়ায় জোর গুঞ্জন নতুন সিরিয়াল আসায় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মন ফাগুন’ (Monphagun)। যদিও এই সিরিয়ালের বয়স বেশিদিন নয়। অন্যদিকে নতুন সিরিয়াল আসায় অল্পদিনেই শেষ করে দেওয়া হচ্ছে জি বাংলার ‘উমা’ (Uma) সিরিয়ালও। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি।
সিরিয়ালের নায়িকা শিঞ্জিনী চক্রবর্তী এপ্রসঙ্গে মুখ খুললেও স্পষ্টভাবে কিছুই ঘোষণা করেননি। এরই মধ্যে শোনা যাচ্ছে বন্ধ হতে চলেছে আরো একটি জনপ্রিয় সিরিয়াল। তবে সেটি জি বাংলা কিংবা স্টার জলসায় নয়। এবার বন্ধ হতে চলেছে কালার্স বাংলার জনপ্রিয় ভক্তিমূলক সিরিয়াল ‘জয় জগন্নাথ’ (Joy Jogonnath)। জানা যাচ্ছে জয় জগন্নাথ শেষ হতে চলেছে চলতি সপ্তাহেই।
আগামী সোমবার থেকে জয় জগন্নাথের জায়গায় কালার্স বাংলায় দেখা যাবে ‘মউ এর বাড়ি’ (Mou er bari) সিরিয়াল। অন্যদিকে ‘মউ এর বাড়ি’-র স্লটে সম্প্রচারিত হবে নতুন মেগা সিরিয়াল ‘ক্যানিং-এর মিনু’ (Canning er Minu)। প্রসঙ্গত সুরিন্দর ফিল্মসের এর ব্যানারে তৈরি জয় জগন্নাথ শুরুতেই শুরু থেকেই টিআরপি তালিকাতে সেই ভাবে দাগ ফেলতে না পারলেও দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গত বছরের নভেম্বর থেকে দেখতে দেখতে ৯ মাস কেটে গিয়েছে কালার্স বাংলায় শুরু হয়েছিল এই সিরিয়াল।