সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখলেই নিমেষে মনের ক্লান্তি দূর হয়ে যায় দর্শকদের। প্রতিদিন পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররাই কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন। তাই কিছু কিছু সিরিয়াল এমনও থাকে যা শেষ হয়ে গেলেও তার চরিত্রদের একেবারেই ভুলতে পারেন না দর্শকরা।
জি বাংলার পর্দায় দর্শকদের পছন্দের এমনই একটি জনপ্রিয় সিরিয়াল ছিল ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই সিরিয়ালের নায়িকা শ্যামার (Shyama) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা রায় (Tiyasa Roy)। আজ অর্থাৎ ১৬ই আগস্ট অভিনেত্রীর জন্মদিন (Birthday)। দেখতে দেখতে ২৪ বছর হয়ে গেল তার।
বয়স নিয়ে বরাবরই কোনো লুকোছাপা নেই পর্দার শ্যামা অভিনেত্রী তিয়াশার। সংবাদ মাধ্যমে অকপটেই জানিয়েছেন নিজের বয়স। তবে এই ২৪ বছরের জীবনে অভিনেত্রী শিখেছেন অনেক কিছু। অভিনেত্রীর কথায় বাড়িতে সবচেয়ে আদরের ছোট মেয়ে তিনি। তাই কখনো চাননি এত তাড়াতাড়ি বড় হতে। কিন্তু জীবনের কিছু অনভিপ্রেত ঘটনা তাকে মনের দিক দিয়ে বড় করে দিয়েছে অনেকটাই।
প্রসঙ্গত এখানে বলে রাখি টেলি অভিনেতা সুবান রায়ের (Suban Roy) সাথে বিয়ে হয়েছিল ছোট পর্দার শ্যামা অভিনেত্রী তিয়াশার। তার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আসা অভিনেত্রীর। প্রথম সিরিয়ালেই সুযোগ পেয়েছিলেন মুখ্য চরিত্রে। নায়িকা শ্যামা হয়েই মাত্র একটা সিরিয়াল করে পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শিখরে। কিন্তু যার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আসা পরবর্তীতে সেই সুবানের সাথে বিচ্ছেদ হয়ে যায় তার পর্দার শ্যামার।
তবে এখন নিজেকে পুরোদস্তর সিঙ্গেল বলেই দাবি করেন তিয়াশা। তাই নিজের নামের পাশে এখন রায় নয় লেপচা পদবী ব্যবহার করেন তিয়াশা। তবে কিছুদিন আগেই মদন মিত্রের সাথে একটি ছবি দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। তার সাথে সম্পর্ক নিয়েও নানারকম কটু কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে সে সম্পর্কে অভিনেত্রীর সপাট জবাব ‘যখন জানবে তোমাকে নিয়ে চর্চা হচ্ছে, তখন বুঝবে তুমি উন্নতি করছ।’
১৫ ই আগস্ট ইন্ডাস্ট্রির বন্ধুদের সাথে চুটিয়ে পার্টি করেছেন তিয়াশা। অভিনেত্রীর জন্মদিন সেলিব্রেট করতে গোবরডাঙ্গা থেকে এসেছিলেন তার স্কুলের বন্ধুরাও। তাদের সাথে কাটিয়েছেন আজকের গোটা দিনটা। ইতিমধ্যেই কেটে ফেলেছেন সাত সাতটা কেক। জীবনে একবার মানুষকে বিশ্বাস করে তিনি ঠকে গিয়েছেন তিয়াশা। তাই তিনি মনে করেন কাউকে বিশ্বাস করতে নেই। বিয়ের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী জানিয়েছেন মনের মত মানুষ পেলে অবশ্যই বিয়ে করবেন এবং ধুমধাম করে বিয়ে করবেন। নিমন্ত্রণ করবেন প্রাক্তন স্বামী সুবান রায় কেও।