• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি, ব্লাউজ ছেড়ে ওয়েস্টার্ন ড্রেসে উর্মির রাগী আন্টি ! নিমেষে ভাইরাল ছবি 

Published on:

ময়না ব্যানার্জি,Mayna Banerjee,Ei Poth jodi na sesh hoi,এই পথ যদি না শেষ হয়,Ragi Aunty,রাগি আন্টি

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী ময়না ব্যানার্জি (Mayna Banerjee)। একাধিক ধারাবাহিকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দিনের পর দিন দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। তার অভিনয় এক কথায় মুগ্ধ করে দর্শকদের। তবে বেশিরভাগ সিরিয়ালেই দেখা যায় মা কাকিমার চরিত্রে।

জনপ্রিয় ‘কাজললতা’ ধারাবাহিকে কাজলের মা তো কখনও সাত ভাই চম্পা ধারাবাহিকে হয়েছিলেন ছোটরানীর দাসী অন্যদিকে রাজকুমারের পালিত মা হিসেবেও নজর করেছিলেন তিনি। কালার্স বাংলা থেকে শুরু একাধিক জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেলের  সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

ময়না ব্যানার্জি,Mayna Banerjee,Ei Poth jodi na sesh hoi,এই পথ যদি না শেষ হয়,Ragi Aunty,রাগি আন্টি

তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে দেখা গিয়েছে পজেটিভ চরিত্রে। বর্তমানে তিনি অভিনয় করছে জি বাংলার তিন তিনটি সিরিয়ালে। একদিকে তিনি রয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের সত্যিকির মা অর্থাৎ উর্মির রাগী আন্টির চরিত্রে। অন্যদিকে তিনি রয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’-তে পিলুর মায়ের চরিত্রে। তবে বেশ কিছুদিন ধরেই এই সিরিয়ালে তাকে দেখাই যাচ্ছে।

ময়না ব্যানার্জি,Mayna Banerjee,Ei Poth jodi na sesh hoi,এই পথ যদি না শেষ হয়,Ragi Aunty,রাগি আন্টি

অন্যদিকে ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে নায়ক ইন্দ্রের পিসির চরিত্রে দেখা যাচ্ছে ময়না ব্যানার্জিকে।তবে  বেশীরভাগ ক্ষেত্রেই সিরিয়ালে তাকে ঘরোয়া লুকে সুতির শাড়ি কিংবা অন্য পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। সবমিলিয়ে খুবই সাদামাটা পোশাকে সাজেন তিনি। তবে এরই মধ্যে সম্প্রীতি ভাইরাল হয়েছেন অভিনেত্রীর বাস্তব জীবনের একটি ছবি।

ময়না ব্যানার্জি,Mayna Banerjee,Ei Poth jodi na sesh hoi,এই পথ যদি না শেষ হয়,Ragi Aunty,রাগি আন্টি

সেখানে দেখা যাচ্ছে শাড়ি ব্লাউজ নয় একেবারে ওয়েস্টার্ন পোশাকে ধরা দিয়েছেন তিনি। এদিন নিজের একটি ছবি আপলোড করেছিলেন অভিনেত্রী। সেখানে তাকে দেখাই আছে পুলের ধারে এটা সুইমিং স্যুট পরে বসে রয়েছেন তিনি। এমনিতে সিরিয়ালে সারাক্ষণ শাড়ি ব্লাউজ পড়ে থাকলেও বাস্তব জীবনে কিন্তু দারুন স্টাইলিশ ময়না ব্যানার্জি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ বুলালেই ধরা পড়ে তার বিভিন্ন লুকের ছবি ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥