সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা এখন সকলেরই রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন টিভির পর্দায় সিরিয়ালের প্রিয় চরিত্রের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়াল প্রেমী দর্শকদের । আর এইভাবে নিয়ম করে প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন।
বাংলা সিরিয়ালের (Bengali Serial) সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। বছর বছর না জানি কত সিরিয়াল যায় আসে। তারই মধ্যে এমন বেশকিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের প্রিয় চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এএমনই একটি সিরিয়াল ছিল স্টার জলসার ‘টাপুর টুপুর’ (Tapur Tupur) । এই ধারাবাহিকে টেলিভিনেত্রী সন্দীপ্তা সেন এবং অনন্যা বিশ্বাসের নজরকাড়া অভিনয় সহজেই মন জয় করে নিয়েছিল দর্শকদের।
এই ধারাবাহিকেই টাপুর অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিপরীতে তার পর্দার স্বামী “সন্দীপ”(Sandip) -এর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা সিরাজ মিশ্র (Siraj Mishra)। সেই সময় দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন সিরিয়ালের এই হ্যান্ডসাম হিরো। সন্দীপের সুদর্শন চেহারা আর সাবলীল অভিনয় অল্পদিনেই এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা।
কিন্তু অদ্ভুতভাবে এখন আর টিভির পর্দায় দেখা যায় না এককালের এই জনপ্রিয় অভিনেতাকে। মাত্র একটা মেগা সিরিয়ালের হিরো হয়েই শেষ। তারপর হঠাৎ করেই কোথায় যেন উধাও হয়ে গিয়েছেন তিনি। তাই এখন কোন সিরিয়াল তো দূরের কথা কোন বিজ্ঞাপন অথবা ইন্ডাস্ট্রির কোন পার্টিতেও দেখা যায় না সিরাজ মিশ্রকে। লাইট,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে যেন একপ্রকার হারিয়েই গিয়েছেন তিনি।
এখন সিরাজ পুরোপুরি বিনোদন জগতের সমস্ত লাইমলাইট থেকে দূরেই থাকেন।জানা যায় অভিনয়ে আসার আগে একটা সময় ছিল যখন তিনি সেলসের চাকরি করতেন। পরবর্তীতে মডেলিং শুরু করতেই সুযোগ আসে স্টার জলসার মতো নামজাদা চ্যানেলে টাপুর টুপুর ধারাবাহিকে নায়ক -এর চরিত্রে অভিনয় করার। একসময় অভিনেত্রী অনন্যা বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নিয়েও ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল।
শুটিং সেট থেকে সম্পর্ক তৈরি হলেও তাদের সেই সম্পর্ক কিন্তু বেশীদিন টেকেনি। জানা যায় সন্দ্বীপ এখন দুবাইতে থাকছেন। অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু দারুন এক্টিভ অভিনেতা। তবে আগের চেহারার সাথে মিল খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর।