গত কয়েকদিন ধরেই ‘মিঠাই’ (Mithai)-তে হতে চলছে রুদ্ধশ্বাস পর্ব। মনোহরায় জুড়ে টাইম বোমা ফিট করে রেখেছে ওমি আগারওয়াল (Omi Agarwal)। একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস নিমেষের মধ্যে সব শেষ। হাতে সময় খুবই কম, মাত্র ১ ঘন্টা। ঘড়ির কাঁটা এগানোর সাথে সাথেই একটু একটু করে ফুরিয়ে আসছে সেই সময়। কিন্তু যাই হয়ে যাক না কেন মনোহরার মোদক পরিবারের মনবল এত সহজেই ভাঙতে পারবে না শয়তান ওমি।
সেই বার্তা দিতেই সিরিয়ালে গতকাল দেখা গিয়েছে গৃহবন্দী অবস্থাতেই মৃত্যুভয় সঙ্গে নিয়েই মনোহারাতে রাখি বন্ধন উৎসব পালন করেছে সিড,শ্রী,নিপা,রাজীব,স্যান্ডি। সিদ্ধার্থ (Sidharth) মিঠাইসহ গোটা পরিবারের কারোর কাছেই তাদের মোবাইল ফোন নেই। রাতে সবার ঘুমের সুযোগ নিয়েই সব নষ্ট করে দিয়েছে ওমি আগারওয়াল। তাই কারো সাথে যোগাযোগের কোন রাস্তায় নেই।
এমন সময় মনোহরার কেউই যখন ফোন তুলছে না তখন বিপদের আশঙ্কা করেই ছুটতে ছুটতে মনোহরার সামনে এসে ডাকাডাকি শুরু করে দেয় রাতুল। সবটা জানতে পারা মাত্রই নিজের স্ত্রী শ্রীসহ এবং গোটা পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সে। এদিকে আইপিএস রুদ্র অর্থাৎ বাড়ির নতুন জামাইকে ফোন করে জানা যায় সেই এই মুহূর্তে কলকাতাতেই নেই। কোন গুরুত্বপূর্ণ কাজে বাইরে রয়েছে।
তাই রুদ্র নিজে আস্তে না পারলেও নতুন আইপিএস অফিসার সুদীপ্ত রায়কে পাঠিয়ে দেয় শ্বশুড় বাড়িতে। এই নতুন এই পি এস চরিত্রে মিঠাইতে কেমিও চরিত্রে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতার রুদ্রজিৎ মুখার্জি। দেখা গিয়েছে সেই মনোহরার বোমা নিষ্ক্রিয় করার জন্য সে একজন বোম এক্সপার্ট টিমকে সঙ্গে করে নিয়ে এসেছে।
এরই মধ্যে জানা যাচ্ছে মিঠাইয়ের আগামী পর্বে (Upcoming Episode) দেখা যাবে বাড়ির সদস্যদের সাথে কথা বলা হচ্ছে মেগা ফোনের সাহায্যে। পুলিশের তরফের বাড়ির সবাইকে জানানো হবে,যত তাড়াতাড়ি সম্ভব সবাই যেন বিস্ফোরক কোথায় রয়েছে তা খুঁজে বার করে। অন্যদিকে মিঠাইয়ের গোটা পরিবারের উপর মানসিকভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে ওমি আগারওয়াল নানাভাবে কথার ছলে তাদের মনবল ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে।
অন্যদিকে রাতুল ওমির নেটওয়ার্ক ট্র্যাক করে তার সে কোথায় রয়েছে তা খোঁজ পেয়ে যায়। অনেক কষ্টে খোঁজ পাওয়া গিয়েছে ওমি আগারওয়ালের। এখন দেখার শেষ পর্যন্ত ওমি আগারওয়ালের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে কিভাবে বেরিয়ে আসে সিদ্ধার্থ মিঠাই সহ গোটা মোদক পরিবার।