• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুনগুন যেন মারা না যায়! খড়কুটোয় কৌশিক রায়ের ‘রিয়ালিস্টিক’ অভিনয় দেখে চোখে জল দর্শকদের

Updated on:

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,কুশিক রায়,KaushikRoy,ভাইরাল ভিডিও,Viral Video,নেটিজেন,Netizen,প্রশংসা,Praise

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালবাসেন সকলেই। প্রতিদিন পছন্দের চরিত্রদের টিভির পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। আর এখন তো সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলে না সিরিয়ালের পোকা দর্শকদের। তাই সারাদিনে যে যতই ব্যস্ত থাকুক না কেন, সময় করে পছন্দের সিরিয়াল দেখতে টিভি সামনে বসে যান সকলেই।

তবে এখন দেখা যায় বেশিরভাগ সিরিয়ালের ক্ষেত্রে টিআরপিই শেষ কথা বলে। আর এই টিআরপির কারণেই অনেক সময় দেখা যায় ভালো সিরিয়ালও বন্ধ হয়ে যাচ্ছে মাঝপথে। গত এক বছরে এই কারণেই বিনোদনমূলক চ্যানেলগুলিতে যেমন এসেছে এক ঝাঁক নতুন সিরিয়াল তেমনি অসময়ে বন্ধ হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়াল।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,কুশিক রায়,KaushikRoy,ভাইরাল ভিডিও,Viral Video,নেটিজেন,Netizen,প্রশংসা,Praise

তাই এরই মধ্যেই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে কম টিআরপির কারণেই এবার বন্ধের মুখে লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’ (Khorkuto)। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কোন নিশ্চয়তা মেলেনি। এমনকি কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সিরিয়াল বন্ধের  জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছিলেন গুনগুন অভিনেত্রীর তৃনা সাহা নিজেই।  অভিনেত্রী বলেছিলেন এমন জল্পনা তিনি নাকি বহুদিন ধরেই শুনছেন,কিন্তু কি সত্যি তো তেমন কিছুই হয়নি।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,কুশিক রায়,KaushikRoy,ভাইরাল ভিডিও,Viral Video,নেটিজেন,Netizen,প্রশংসা,Praise

তাই এতকিছুর পরেও দুপুর দুটোর স্লটে রমরমিয়ে চলছে  লীনা গাঙ্গুলির লেখা এই সিরিয়াল। প্রথম থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা গুনগুন (Gungun) সৌজন্যের (Soujanya) কেমিস্ট্রি দারুন পছন্দ হয়েছিল দর্শকদের। এমনকি দর্শকরা তাদের জুটিকে ভালোবেসে নাম দিয়েছে ‘সৌগুন’। তবে টিআরপির কারণে প্রথম থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে এই সিরিয়ালের। তাই সন্ধ্যার স্লট থেকে এখন খড়কুটোর জায়গা হয়েছে দুপুরের স্লটে।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya,কুশিক রায়,KaushikRoy,ভাইরাল ভিডিও,Viral Video,নেটিজেন,Netizen,প্রশংসা,Praise

তবুও আজও কিন্তু বেশ কিছু সংখ্যক দর্শক রয়ে গিয়েছেন যারা এখনও  নিয়মিত দেখে চলেছেন খড়কুটো।সিরিয়ালে এখন দেখা যাচ্ছে একদিকে বাড়িতে অর্জুন সাজির বিয়ে হচ্ছে,অন্যদিকে ব্রেন টিউমার থাকায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি গুনগুন। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যান পেজের তরফে এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে,অজ্ঞান হয়ে শুয়ে রয়েছে গুনগুন।


আর গুনগুনকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে মাথার ঠিক নেই বাবিনের। পাগল পাগল অবস্থা তার। এই পর্বে তার অর্থাৎ সৌজন্য চরিত্রে কৌশিক রায়ের (Kaushik Roy) অভিনয় থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি সব কিছু দেখে চোখে জল এসে গিয়েছে দর্শকদের। এই ভিডিওর কমেন্ট সেক্শনে একজন কৌশিক রায় রিয়ালিস্টিক অভিনয়ের ব্যাপক প্রশংসা (Praise) করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥