বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)। টেলিভিশন দুনিয়ার দর্শকদের কাছে তিনি যদিও টাপুর টুপুর সিরিয়ালের পায়েল নামেই বেশি পরিচিত। দীর্ঘ ১৭ বছর ধরে এই পেশার সাথে যুক্ত রয়েছেন মাফিন।একের পর এক অভিনয় করেছেন বহু জনপ্রিয় সিরিয়ালে।
২০০৫ সালে প্রথম বার অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। টাপুর টুপুর, কিরণমালা ,আঁচল, গোয়েন্দা গিন্নি,পটল কুমার গানওয়ালা, নিশির ডাকের মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। কিন্তু ইদানিং যেন অভিনয় জগত থেকে একেবারে হারিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। তাকে আর সেই ভাবে কোন ধারাবাহিকেই দেখা যায় না।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলায় এর কারণ জানিয়েছেন অভিনেত্রী নিজেই। মাফিনের কথায় তাকে মাঝেমধ্যে তিন চার মাসের জন্য বিদেশে চলে যেতে হয়, কারণ তার স্বামী সেখানেই থাকেন। এই কারণেই এখন আর একটানা কাজ করতে পারেন না তিনি। সেইসাথে মাফিনের বক্তব্যে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। ইদানিং বেশিরভাগ সময় মেয়েদের ক্ষেত্রে একটা বিষয় মুখ্য করেছেন অভিনেত্রী।
তাই মাফিনের কথায় এখন দেখা যায় ২৭-২৮ বছর বয়স থেকেই মা মাসির চরিত্রের অভিনয় করতে শুরু করে দিয়েছেন অনেকেই। যেটা ছেলেদের ক্ষেত্রে হয় না বললেই চলে। আর এখানেই মাফিন অন্যদের থেকে আলাদা। মাফিন জানিয়েছেন একবার নাকি মাসির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু লুক টেস্টে দেখা যায় তাকে সেই চরিত্রে মানাচ্ছে না একেবারেই।। অভিনেত্রীর কথায় আমি কখনোই এত কম বয়সে মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি ছিলাম না।
তবে মাফিন অভিনয় জগত থেকে হারিয়ে গিয়েছেন তেমনটা কিন্তু নয়। আসলে বাংলার প্রথম সারির চ্যানেলগুলোতে নয় অন্যান্য চ্যানেলগুলোতে অভিনয় করছেন মাফিন। কিছুদিন আগেই তিনি অভিনয় করেছেন কালার্স বাংলার ‘বসন্ত বিলাপ’ ধারাবাহিকে। সেই সাথে ইদানিং অল্প বয়সী অভিনেত্রীদের অকাল মৃত্যু নিয়েও মুখ খুলে ছিলেন অভিনেত্রী।