গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan) এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে সেই সিনেমা। দর্শকদের একাংশ এই ছবির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। পাশাপাশি এখনও সোশ্যাল মিডিয়ায় চলছে ছবিটি বয়কটের ডাক।
দেশের বেশ কয়েকটি রাজ্যের সিনেমা হল এবং মলে, যেখানে ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) দেখানো হচ্ছে, তার বাইরে বহু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। সম্প্রতি আবার আমির-করিনার এই ছবির বিরুদ্ধে উঠেছে ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগ। পাশাপাশি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও উঠেছে এই ছবির বিরুদ্ধে।
এসবের মাঝেই সামাজিক মাধ্যমে ছবির নায়িকা করিনার দু’টি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলিকে প্রকাশ্যে এনেছেন বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে। এর মধ্যে একটি ছবিতে করিনার ‘অহংকার’এর নমুনা মিলেছে এবং অপরটিতে দেখা যাচ্ছে, তিনি দর্শকদের কাছে অনুরোধ করছেন তাঁর সিনেমা বয়কট না করার।
কেআরকের (KRK) শেয়ার করা পুরনো ভিডিওয় দেখা যাচ্ছে করিনা বলছেন, ‘দর্শক আমাদের বানায়। কিন্তু যদি কেউ আমাদের ছবি না দেখতে চান, তাহলে দেখতে হবে না। কেউ তাঁদের ওপর চাপ সৃষ্টি করছে না’। আর দ্বিতীয় ভিডিওয় দেখা যাচ্ছে বেবো বলছেন, ‘আমায় এবং আমিরকে দর্শকরা যেন পর্দায় দেখে। প্লিজ এই সিনেমাটি বয়কট করবেন না। তাহলে একটি ভালো সিনেমা বয়কট করা হবে। প্রায় আড়াই বছর ধরে ২৫০ মানুষ এই ছবিতে কাজ করেছেন’।
Public actors Ko Kaise Bheekh Maangne Par Majboor Kar Sakti hai, Ye Uska Namoona Hai. Public is king. And dear Kareena Khan #LSC is your last film. Now no film maker will cast you if even you will pay him. Bye Bye pic.twitter.com/KqKuKXCavD
— KRK (@kamaalrkhan) August 12, 2022
সইফ আলি খানের ঘরণীর এই দুই ভিডিও শেয়ার করে কেআরকে লিখেছেন, ‘দর্শকরা অভিনেত্রীদের কীভাবে ভিক্ষা চাইতে বাধ্য করে। এটাই সেই জিনিসের প্রমাণ। দর্শকই রাজা। আর প্রিয় করিনা খান লাল সিং চাড্ডা আপনার শেষ ছবি। এবার আপনি টাকা দিলেও কোনও নির্মাতা আপনাকে তাঁর সিনেমায় নেবেন না। বাই বাই’।
অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। এই ছবিতে আমির এবং করিনা ছাড়াও অভিনয় করেছেন নাগা চৈতন্য, মোনা সিং। টম হ্যাঙ্কস অভিনীত ছবির হিন্দি রিমেকের মাধ্যমেই দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তা সত্ত্বেও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।