সন্ধ্যে হলেই টিভির সামনে বসে সিরিয়াল দেখতে অভ্যস্ত বাঙালি দর্শকেরা। ভিন্ন লোকের ভিন্ন পছন্দ হলেও সবারই প্রিয় সিরিয়ালের মধ্যে রয়েছে মিঠাই (Mithai), গাঁটছড়া (Gatchora), ধূলোকণা (Dhulokona), লক্ষী কাকিমা সুপারস্টার এর মত সিরিয়ালেরা। তবে কোন সিরিয়াল সবচাইতে বেশ জনপ্রিয় এই নিয়ে ভক্তদের মধ্যে একটু চর্চা হয়েই থাকে। যার উত্তর মেলে সপ্তাহের শেষে প্রকাশিত টিআরপি তালিকায় (TRP List)। কখনো মিঠাই তো কখনো গাঁটছড়া তো কখনো অন্য কেউ টেক্কা দিচ্ছে একেঅপরকে।
একসময় একটানা ৫২ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথমস্থানে ছিল মিঠাই সিরিয়াল। তবে মাঝে জনপ্রিয়তা কিছুটা কমেছিল। কিন্তু আবারও নিজেকে প্রমাণ করে দিয়েছে মিঠাই। ওমির গুলি খেয়ে মিঠাই হাসপাতালে ভর্তি হতেই আবারও প্রথমস্থানে উঠেছিল মিঠাই। এসপ্তাহেও কি সেই জায়গা বজায় থাকল? তাহলে বলি, এবারেও টিআরপি তালিকায় একেবারে প্রথমস্থানে জ্বলজ্বল করছে মিঠাই সিরিয়ালের নাম।
আবারও একবার বেঙ্গল টপার হল মিঠাই। এসপ্তাহে মোট ৮.৭ পয়েন্ট পেয়েছে মিঠাই। এর ঠিক পরেই রয়েছে ঋদ্ধি-খড়ির জুটি গাঁটছড়া। মাঝে কিছুটা জনপ্রিয়তা কমলেও সম্প্রতি সিরিয়ালে ত্রিপল হানিমুন পর্ব চলছে খড়ি,দ্যুতি আর বনি তিন বোন মিলে হানিমুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তাতেই আবারও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে সিরিয়ালের। এসপ্তাহের তালিকায় ৮.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘গাঁটছড়া’।
তবে লক্ষী কাকিমাও কিছু কম যায় না। এবারের তালিকায় ৭.৭ পয়েন্ট পেয়েছে লক্ষী কাকিমা সুপারস্টার। তবে এক লক্ষী কাকিমা নয় সাথে আলতা ফড়িং সিরিয়ালের পয়েন্টও ৭.৭। তাই তৃতীয় স্থানে একসাথেই রয়েছে লক্ষী কাকিমা ও ফড়িং। এরপর চতুর্থ স্থানে রয়েছে গৌরী এল। আর পঞ্চম স্থানে রয়েছে ধূলোকণা। মাঝে লালন-ফুলঝুরির বিয়ের পর্বের সময় বেঙ্গল টপার হয়ে গিয়েছিল সিরিয়ালটি। তবে বিয়ের পর আবারও কিছুটা জনপ্রিয়তা কমে গিয়েছে। চলুন এবার সেরা দশ সিরিয়ালের টিআরপি পয়েন্ট দেখে নেওয়া যাক।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
১. মিঠাই – ৮.৭ (প্রথম)
২. গাঁটছড়া – ৮.১
৩. লক্ষী কাকিমা সুপারস্টার, আলতা ফড়িং – ৭.৭
৪. গৌরী এল – ৭.৬
৫. ধূলোকণা – ৬.৫
৬. উমা, অনুরাগের ছোয়া – ৬.২
৭. এই পথ যদি না শেষ হয়, মন ফাগুন – ৬.০
৮. সাহেবের চিঠি, এক্কা দোক্কা, খেলনা বাড়ি – ৫.২
৯. লালকুঠি – ৫.০
১০. বোধিসত্ত্বের বোধবুদ্ধি – ৪.৯
প্রসঙ্গত, নতুন সিরিয়াল হলেও বেশ ভালোই পারফর্ম করছে সাহেবের চিঠি ও একক দোক্কা। ইতিমধ্যেই অষ্টম স্থানে উঠে এসেছে। এদিকে বোধিসত্ত্বের বুদ্ধি শুরুতে প্রথম পাঁচে থাকলেও এবারের তালিকায় দশে নেমে এসেছে। এছাড়াও ননফিকশন রিয়্যালিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর রবিবারের পর্বের টিআরপি ৮.১। জি বাংলার রান্নাঘরের প্রাপ্ত পয়েন্ট ৭.০।