মাত্র তিন মাসেই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)। এই সিরিয়ালে নায়ক রাজু চরিত্রে অভিনয় করে দর্শকদের দারুন ভালোবাসা পেয়েছেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী (Debojyoti Roychowdhury)। আগেও ফেলনা সিরিয়ালে নায়কের চরিত্রে আভিনয় করে ভালোই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা।
এখন টেলিভিশন দুনিয়ার বেশ পরিচিত মুখ দেবজ্যোতি। কিন্তু তার জার্নিটা মোটেই এত সহজ ছিল না। একটা সময় ছিল যখন অভিনয়ে আসা নিয়ে একেবারেই মত ছিল না অভিনেতার বাবার। করেছে পড়ার সময় থেকেই তার মনে জেড চেপেছিল অভিনেতা হওয়ার। কিন্তু তখন বিষয়টাকে সেভাবে কেউ পাত্তা দেয়নি। এরপরেই তিনি শুরু করেন থিয়েটারে অভিনয়ের।
কিন্তু বাড়ি থেকে তার বাবা তাকে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি তার অভিনয়ের জন্য কোনো টাকা দিতে পারবেন না। তাই সেই সময় থেকেই টিউশন পড়িয়ে সেই টাকা দিযেই নিজের অডিশনের খরচ চালাতে শুরু করেন তিনি। তবে কেহ্ন তাকে ধারাবাহিকে দেখে খুব খুশি তার বাড়ির লোকজন। এই পর্যন্ত পরে অনেকেই হয়তো ভাবছেন এতগুলো কথা কেন বললাম।
আসলে সদ্য ‘বৌমা এক এক ঘর’-এর মতো সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় বিষয়টি মোটেই মেনে নিতে পারছিলেন না সিরিয়ালের নিয়মিত দর্শক থেকে শুরু করে কলাকুশলী কেউই। এখানেই ব্যতিক্রম অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী। জীবনে কখনোই হারতে শেখেনি অভিনেতা তাই এমন একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি চ্যালেঞ্জ (Challenge) করে বলেছেন আগামী তিন মাসের মধ্যে আবার কামব্যাক (Comeback) করে নতুন কিছু করে দেখাবেন তিনি।
ইতিপূর্বে এ বিষয়ে মুখ খুলে ছিলেন সিরিয়ালের বর্ষীয়ান অভিনেত্রী চৈতালি ঘোষাল থেকে শুরু করে নায়িকা সুস্মিতা দেও। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা দেবজ্যোতি ওরফে পর্দার রাজু। আসলে এই সিরিয়াল নিয়ে প্রথম থেকেই সকলের মতই আশাবাদী ছিলেন তিনিও। কিন্তু মাঝপথে যে সিরিয়ালটি এইভাবে বন্ধ হয়ে যাবে সেটা একেবারেই তার ধারণার বাইরে ছিল। এ প্রসঙ্গে অভিনেতা বলেছেন কখনও কখনও খুব ভালো কন্টেটও নজর করতে পারেনা দর্শকদের। আবার কখনও কখনও খারাপ কন্টেন্টও হিট হয়ে যায়। তাই অভিনেতা জানিয়েছেন এর ফর্মুলাটা ঠিক জানা নেই তার।