• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলিভিশিনের পর্দায় প্রথমবার দেবী দুর্গা হচ্ছেন ঋতুপর্ণা  সেনগুপ্ত, জানুন কোন চ্যানেলে  

Published on:

মহালয়া,Mahalaya,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta,কালারস্ বাংলা,Colors Bangla,প্রোমো,Promo

পুজোর আর বেশি দেরি নেই। সামনের মাসেই অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকেই আসছে মহালয়া (Mahalaya)। তারপর হাতের কর গুনতে গুনতেই হুড়োমুড়িয়ে এসে পড়বে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। এখন থেকেই যেন চারপাশের বাতাসে একটা পুজো পুজো গন্ধ পেতে শুরু করেছেন আপামর বাঙালি। তাই এখন থেকেই উৎসব প্রিয় বাঙালি মেতেছে ছোটো খাটো গেট টুগেদার সহ নানান রকম পুজো প্ল্যানিং নিয়ে।

পিছিয়ে নেই সেলিব্রেটিরাও। আর সামনেই মহালয়া যাকে বলা যায় পুজোর গৌড়চন্দ্রিকা। এই দিনটাতে ঘুম কাতুড়ে বাঙালির ও ঠিক ৪ টেয় ঘুম ভেঙে যায়। খানিকটা পুরোনো অভ্যেসেই ধুলো ঝাড়া রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’ না শোনা পর্যন্ত মহালয়ার সকালটাই যেন অসম্পূৰ্ণ থেকে যায় বাঙালির।

মহালয়া,Mahalaya,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta,কালারস্ বাংলা,Colors Bangla,প্রোমো,Promo

আর তারপর টিভি খুলতেই  চ্যানেলে চ্যানেলে জনপ্রিয় সব টলিউড অভিনেত্রীরা ধরা দেন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী কিংবা অন্যান্য দেবী রূপে। কোন চ্যানেলে কোন অভিনেত্রীকে দুর্গা রূপে দেখা যাবে তা নিয়েই চড়তে থাকে উত্তেজনার পারদ। এবারে কালার্স বাংলার পর্দায় মহালয়ার ভোরে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক।

মহালয়া,Mahalaya,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta,কালারস্ বাংলা,Colors Bangla,প্রোমো,Promo

এই প্রথম ছোট পর্দায় দেবী দুর্গা রূপে হাজির হতে চলেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। যার প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। মহালয়া স্পেশ্যাল এই বিশেষ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘দেবী দশমহাবিদ্যা’। প্রসঙ্গত ইতিপূর্বে ইন্দ্রাণী হালদার,দেবশ্রী রায়, শ্রাবন্তী,শুভশ্রী, কোয়েল শুভশ্রী, কোয়েল থেকে শুরু করে একাধিক টেলি অভিনেত্রীকেও বিভিন্ন চ্যানেলে দেবী দুর্গা রুপা মহিষাসুর কে বধ করতে দেখেছেন দর্শক।

এদিন কালারস্ বাংলার (Colors Bangla) তরফে প্রকাশ্যে আনা প্রোমোতে (Promo) দেখা গিয়েছে পরনে টকটকে লাল বেনারসি আর গা ভর্কি সোনার গয়নায় পরে দেবী দুর্গারূপে আবির্ভুত হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর কপালে শোভা পাচ্ছে ত্রিনয়ন এবং অর্ধচন্দ্রাকৃতি টিপ। চারপাশ থেকে উপচে পড়ছে তীব্র আলোর ছটা। সেইসাথে দেখা যাচ্ছে আলতা রাঙা হাতে ত্রিশূল ধরে হাসিমুখে এগিয়ে আসছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥