জি বাংলার প্রথম সারির জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত একেবারে ভিন্ন স্বাদের সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader ei Poth Jodi na Sesh Hoi)। গল্পের নতুনত্বের কারণে সিরিয়াল শুরু হওয়ার মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। নায়ক নায়িকা উর্মি (Urmi) সাত্যকি (Satyaki) জুটি তো শুরু থেকেই দর্শকদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছে।
এই সিরিয়ালের দৌলতেই দর্শকমহলে আলাদাই জনপ্রিয়তা রয়েছে উর্মি অভিনেত্রী অভিনেত্রী অন্বেষা হাজরার (Annwesha Hazra)। প্রসঙ্গত এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল। কিন্তু হলে কি হবে! প্রথম সিরিয়াল থেকেই আকাশছোঁয়া সাফল্য এসেছে অভিনেত্রীর ঝুলিতে। নিজের সাবলীল অভিনয় দক্ষতার গুণেই দর্শকদের অন্যতম পছন্দের একজন অভিনেত্রী হয়ে উঠেছেন অন্বেষা।
এখন এই সিরিয়ালে দেখানো হচ্ছে উর্মি সাত্যকির বিবাহ বার্ষিকী পর্ব। সেই উপলক্ষ্যেই সরকার বাড়িতে চলেছে বিরাট সেলিব্রেশন। এই বিশেষ দিনে সরাকর বাড়িতে নতুন চমক দিতে হাজির হবে জি বাংলার যমুনা ঢাকি আর সংগীত। তারা এসে নাচে গানে একেবারে মাতিয়ে তুলবে উর্মি সাত্যকির বিবাহ বার্ষিকী। এরই মধ্যে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন পর্যাডির উর্মি।
সেখানে দেখা যাচ্ছে তাদের মেকআপ রুমের বাইরে বড় বড় করে লেখা রয়েছে আই সি ইউ আর তার নিচে লেখা ইমার্জেন্সি কথাটি। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘আমাদের মেকআপ রুমের বাইরে। একটা গোটা মেকআপ রুমে সবাই জ্বরে পড়েছি আমরা।’ ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর এমন একটা পোস্ট পোস্ট গিরে অনুরাগীদের মধ্যে শুরু হয় ব্যাপক জল্পনা ।
যা দেখেন স্বাভাবিকভাবেই খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন দর্শকরা। এরই মধ্যে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ছবি। সেই ছবিতে দেখা যায় একেবারে উর্মির মতই সাজ পোশাক পরে সিরিয়ালের ছোট দাদুর পাশে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। এই ছবি দেখেই অনুরাগীদের মনে প্রথমেই প্রশ্ন ওঠে এই মেয়েটা কে? কেন তাকে উর্মির মত সাজানো হয়েছে?
তবে, না চিন্তার কিছু নেই। উর্মিকে কেউ রিপ্লেস করছে না। ছবিতে দেখতে পাওয়াই মেয়েটি আসলে উর্মির বডি ডবল। মেগাসিরিয়ালের শুটিংয়ের সুবিধার জন্য এমনটা অনেক সময় হয়ে থাকে। জানা যাচ্ছে আপাতত অসুস্থতার জন্য সিরিয়ালের শুটিং থেকে বিরতি নিয়েছেন উর্মি। তাই তার জন্য বডি ডাবল এর ব্যবস্থা করা হয়েছে। তবে অনুরাগীদের চিন্তার কোন কারণ নেই খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরবেন অন্বেষা।