বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম হল সন্দীপ্তা সেন (Sandipta Sen)। বাংলা বিনোদন জগতের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। ১৪ বছরের অভিনয় জীবনের শুরু থেকেই চর্চায় রয়েছেন এই মিষ্টি নায়িকা। ২০০৮ সালে স্টার জলসার পর্দায় দুর্গা (Durga) সেজেই অভিনয় জগতে পা রেখেছিলেন সন্দীপ্তা। প্রথম সিরিয়াল থেকেই বাংলার দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি।
সেই শুরু তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বর্তমানে ছোটো পর্দার গন্ডি ছাড়িয়ে বিনোদন জগতের আরও দুই জনপ্রিয় মাধ্যম সিনেমা এবং ওয়েব সিরিজে দাপিয়ে অভিনয় করছেন সন্দীপ্তা। সদ্য প্রেমে পড়েছেন অভিনেত্রী। নতুন মানুষ এসেছেন তাঁর জীবনে। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সাথে ছবি দিয়ে সম্প্রতি সেকথা নিজের মুখেই জানিয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন সবকিছু নিয়েই হিন্দুস্তান টাইমস বাংলার সাথে অকপট আড্ডায় বসেছিলেন সন্দীপ্তা। সম্প্রতি অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তার আসন্ন ওয়েব সিরিজ (Web Series) ‘বোধন’ (Bodhon)-এর শুটিংয়ের কাজে। দীর্ঘ ১৪ বছর পর এই ওয়েব সিরিজের হাত ধরে সন্দীপ্তার সাথেই দেখা যাবে ছোট পর্দার রানী রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)।
প্রঙ্গত ইতিপূর্বে সন্দীপ্তার প্রথম সিরিয়াল ‘দুর্গা’তে একই সাথে অভিনয় করেছিলেন তারা। তার এত বছর পর আবার তাদের একসাথে পর্দায় দেখতে চলেছেন দর্শক। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন দিতিপ্রিয়া তখন অনেকটাই ছোট ছিল এখনো অনেক পরিণত হয়েছে। কিন্তু অভিনেত্রীর কথায় তাদের সমীকরণ এখনও একটুও বদলায়নি। সবই নাকি একই রকম আছে।
আগেই বলেছি সন্দীপ্তার প্রথম সিরিয়ালের নাম ছিল দুর্গা। আর আসন্ন ওয়েব সিরিজের নাম বোধন। তাই সন্দীপ্তা মনে করেন মা দুর্গার সঙ্গে তাঁর অন্তরের যোগ রয়েছে। অভিনেত্রীর কথায় ‘আমার প্রথম ধারাবাহিকের নাম ‘দুর্গা’। ‘বোধন’ও আবার পুজোর আগেই মুক্তি পাচ্ছে’। প্রসঙ্গত ছোট পর্দার অনেকেই এখন চুটিয়ে অভিনয় করছেন সিনেমায়। সেদিক দিয়ে দেখতে গেলেন সন্দীপতার হাতে কিন্তু তেমন সিনেমার (Cinema) অফার নেই।
এ সম্পর্কে অভিনেত্রী বলেছেন তিনি তার পছন্দমত চরিত্র পারছেন না তাই তিনি অপেক্ষা করছেন তার পছন্দের চরিত্র পাওয়ার জন্য। ভালো চরিত্রের জন্য তিনি নাকি ৫০ বছর বয়স পর্যন্তও অপেক্ষা করতে পারেন। কথায় কথায় প্রসঙ্গ ওঠে সন্দীপ্তার ব্যক্তিগত জীবন নিয়েও। কিছুদিন আগেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সাথে প্রেমের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তাই স্বাভাবিকভাবেই এখন বিয়ের জল্পনাও ঘুরপাক খাচ্ছে চারদিকে। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন প্রেমের কথা যেমন ঢাকঢোল পিটিয়ে বলেছেন তেমনি বিয়ের কথাও বলবেন। তবে এখন তার তেমন কোন পরিকল্পনা নেই।