• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন চুমকি চৌধুরী? ‘তোমায় আমায় মিলে’ সিজেন ২ দিয়েই হবে কামব্যাক!

Published on:

Chumki Chowdhury might come back in serial with Tomai Amai Mile Season 2 rumours

বাঙালির সান্ধ্য বিনোদনের জন্য একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয় বিভিন্ন চ্যানেলে। তবে কিছু সিরিয়াল দর্শকদের মনে আলাদাই জায়গা পায়। যার জেরে সিরিয়াল শেষ হওয়ার পরেও বছরের পর বছর মনে রয়ে যায় কাহিনী ও চরিত্রগুলো। এই যেমন একসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’ (Tomai Amai Mile)। সিরিয়ালের নিশীথ-ঊষসী (Nisith Ushasie) জুটি আজও অনেকেরই মন রয়ে গিয়েছে। বিয়ের পর নিজের চেষ্টায় আইপিএস অফিসার হয়েছিল ঊষসী, পাশে ছিল স্বামী নিখিল।

সিরিয়ালে নিশীথ চরিত্রে অভিনয় করেছিলেন ঋজু বিশ্বাস ও ঊষসী চরিত্রে ছিলেন রুশা চট্টোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছে আবারও পর্দায় ফিরতে চলেছে ‘তোমায় আমায় মিলে’ (Tomai Amai Mile Season 2)। না, রিপিট টেলিকাস্ট নয় সিজেন ২ আসতে চলেছে। গতমাসেই সিরিয়ালের আসার খবর মিলেছিল। সেই থেকেই দর্শকেরা অধীর আগ্রহে রয়েছেন অফিসিয়াল খবরের অপেক্ষায়।

Tomai Amai Mile,Chumki Chowdhury,Tomai Amai Mile Season 2,Nisith Ushasie,Riju Biswas,Rusha Chatterjee,তোমায় আমায় মিলে,নিশীথ ঊষসী,বাংলা সিরিয়াল,চুমকি চৌধুরী,তোমায় আমায় মিলে সিজেন ২,ঋজু বিশ্বাস,রুশ চট্টোপাধ্যায়

বর্তমানে নতুন করে টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, এই সিরিয়ালের হাত ধরেই নাকি পর্দায় ফিরতে পারেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী। হ্যাঁ ঠিকই ধরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরীর (Chumki Chowdhury) কথাই বলছি। টেলি পাড়ায় নাকি এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত সবটাই রটনা, কোনো প্রকার অফিসিয়াল খবর পাওয়া যায়নি।

Chumki Chowdhury

প্রসঙ্গত, তোমায় আমায় মিলে সিজেন ২ আসার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমের তরফে নিশীথ অভিনেতা ঋজু বিশ্বাসের সাথে যোগাযোগ করা হয়েছিল। বর্তমানে অভিনেতা ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে কাজ করছেন। সেখানে মূল চরিত্র অরিন্দমের ভাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে। তবে তোমায় আমায় মিলে এর সিজেন ২ সম্পর্কে সেভাবে কিছুই জানা যায়নি অভিনেতার কাছ থেকে।

Tomai Amai Mile Nishith Ushashie

অভিনেতার মতে, টেলি পাড়ার গুঞ্জন তাঁর কানেও গিয়েছে। এমনকি অনেকেই তাকে প্রশ্নও করেছেন এই বিষয়ে। যদিও  এর কোনো উত্তর এই মুহূর্তে নেই। তবে সিজেন ২ যদি সত্যিই শুরু হয় ও নিশীথের চরিত্রের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয় তাহলে তিনি রাজি বলেও জানান।

প্রসঙ্গত, টেলি পাড়ার অন্দরে এমন অনেক খবর রটে যার কোনো ভিত্তিই হয় না ও ভুয়ো বেরোয়। তবে এমন খবরও অনেক রয়েছে যা শুরুতে জল্পনা মনে হলেও সত্যি হয়ে যায়। যেমন কিছুদিন আগেই জনপ্রিয় সিরিয়াল মিঠাই বন্ধ হয়ে যাবে এমনটা গুঞ্জন ছড়িয়ে পরে। কিন্তু তা কিন্তু আদতে হয়নি, বরং জমজমাট পর্ব চলছে সিরিয়ালে। তাই এখন অপেক্ষা অফিসিয়াল খবর প্রকাশ্যে আসার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥