বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, সম্পূর্ণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার এক কিংবদন্তি চরিত্র হলেন উত্তম কুমার (Uttam Kumar)। ‘মহানায়ক’ হিসেবেই তাঁর বিপুল পরিচিতি। আজ টলিউডকে এই স্থানে নিয়ে আসাতেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মতো অভিনেতা আর দু’টি রয়েছে কিনা সন্দেহ।
তবে উত্তম কুমার প্রয়াত হয়েছেন বেশ অনেক বছর হয়ে গেল। এখন টলিপাড়ায় দাপিয়ে অভিনয় করছে তাঁর নাতি, নাতবৌরা (Grand daughter in law)। গৌরব চট্টোপাধ্যায়, দেবলীন কুমার, সৌরভ বন্দ্যোপাধ্যায়- উত্তম কুমারের এই নাতি নাতবৌ’রা বাংলা টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ। তবে আজ দেবলীনা বাদে টলিপাড়ার আর এক অভিনেত্রীর নাম এই প্রতিবেদনে তুলে ধরা হল, যিনি উত্তম কুমারের নাতবৌ। তা সত্ত্বেও নায়িকার চরিত্রে অভিনয় করেন না।
এখানে কোন অভিনেত্রীর কথা হচ্ছে জানেন? সেই অভিনেত্রী আর কেউ নন বরং ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের সারদামণি অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। হ্যাঁ, ঠিকই দেখছেন। ত্বরিতা সম্পর্কে মহানায়ক উত্তম কুমারের নাতবৌ হন। কাজের সূত্রে মহানায়কের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রীর আলাপ। সেখান থেকেই শুরু প্রেম এবং পরে সাত পাক ঘোরেন দু’জনে।
তবে শুধুমাত্র ‘করুণাময়ী রানী রাসমনি’ই নয়, এছাড়াও ‘কাদম্বিনী’, ‘বাঘ বন্দী খেলা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘দেবী চৌধুরানী’, ‘তুমি আসবে বলে’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করেছেন ত্বরিতা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘কড়ি খেলা’ ধারাবাহিকে। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কাটলেও ত্বরিতাকে কিন্তু নায়িকার চরিত্রে দেখা যায় না। কিন্তু কেন?
ত্বরিতা এই বিষয়ে বলেন, তাঁর কাছে নায়িকা হওয়ার প্রচুর প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি নিজের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আসলে অভিনয়ের পাশাপাশি তাঁর একটি ব্যবসাও রয়েছে। তাই সেই কারণে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই খুশি তিনি।
তবে শুধুমাত্র ব্যবসাই নন, ত্বরিতার নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আরও একটি কারণ ছিল। সেটি হল পড়াশোনা। তাই নিজের পড়াশোনার ক্ষতি করে কখনও নায়িকা হয়ে উঠতে চাননি তিনি।