• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলনায়িকা হয়ে জনপ্রিয়তা লাভের পর, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানির বড় জা তোর্সা 

Published on:

Tonni Laha roy,তন্নী লাহা রায়,Torsha,তোর্সা,Mithai,মিঠাই,Big Screen,বড়পর্দা,Hridaypur,হৃদয়পুর

এই মুহূর্তে বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘মিঠাই’। বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের ভালবাসায় বিগত দেড় বছরের বেশি সময় ধরে বাংলার অন্যতম সেরা সিরিয়াল হয়েছে হয়ে উঠেছে ‘মিঠাই’ (Mithai)। শুরু থেকেই  এই সিরিয়াল ঘিরে দর্শকদের পাগলামির অন্ত নেই। সোশ্যাল মিডিয়া সিরিয়ালের বিভিন্ন ফ্যান পেজ গুলোর দিকে নজর দিলে তার প্রমাণ মিলবে হামেশাই।

এরই মধ্যে বেশ কিছুদিন পিছিয়ে থাকার পর সম্প্রতি আবার ‘বেঙ্গল টপার’ হয়ে নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছে মিঠাই। সেই থেকে মিঠাই ভক্তদের আনন্দের কোন সীমা নেই। প্রসঙ্গত মিঠাই এমন একটা সিরিয়াল যার নায়ক নায়িকা মিঠাই সিদ্ধার্থ শুধু নয় দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক চরিত্র।

Tonni Laha roy,তন্নী লাহা রায়,Torsha,তোর্সা,Mithai,মিঠাই,Big Screen,বড়পর্দা,Hridaypur,হৃদয়পুর

তাদের মধ্যেই অন্যতম হল মিঠাইরানির বড়জা অর্থাৎ তোর্সা। এই তোর্সা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তন্নি লাহা রায়। ইতিপূর্বে তাকে দেখা গিয়েছে ‘বেনে বউ’, ‘টেক্কা রাজা বাদশা’,‘তুমি রবে নীরবে’- র মতো একাধিক ধারাবাহিকে। তবে মিঠাই সিরিয়ালে খলনায়িকা তোর্সা চরিত্রে অভিনয় করেই তন্নী পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে।

Tonni Laha Roy

তবে এবার শুধু ছোট পর্দাই নয় ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার বড় পর্দাতেও পা রাখতে চলেছেন তোর্সা অভিনেত্রী তন্নী লাহা রায়। সম্প্রতি এই সুখবর নিজেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই সুখবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। জানা যাচ্ছে তন্নী সৌরভ দাস ও দর্শনা বণিক অভিনীত সিনেমা ‘হৃদয়পুর’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন।

Tonni Laha roy,তন্নী লাহা রায়,Torsha,তোর্সা,Mithai,মিঠাই,Big Screen,বড়পর্দা,Hridaypur,হৃদয়পুর

মনে করা হচ্ছে বড় পর্দায় এটাই তন্বী অভিনীত প্রথম সিনেমা হতে চলেছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন তন্নী। জানা আছে সিনেমাটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে চলেছে খুব শিগগিরই। তন্নির এই আসন্ন সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌমজিৎ আদক। এখনো পর্যন্ত যা খবর একটি খুনের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে রহস্য রোমাঞ্চে ভরপুর এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥