স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। টিআরপি তালিকাতেও একেববারে শুরুর দিন থেকে বাজিমাত করে চলেছে ঋদ্ধি খড়ি জুটির রসায়ন। তাই প্রথম থেকেই হয় বেঙ্গল টপার নয়তো টি আর পি তালিকার সেরা পাঁচের মধ্যেই ঘোরাফেরা করে এই সিরিয়াল।
শুরু থেকেই আর পাঁচটা সিরিয়ালের তুলনায় একেবারেই আলাদা স্টার জলসার এই গাঁটছড়া। এখন এই সিরিয়ালের মূল ইউ এস পি হয়ে দাঁড়িয়েছে সিংহরায় পরিবারের তিন নাতবৌ অর্থাৎ খড়ি (Khori),বনি (Boni), এবং দ্যুতির (Dyuti) জুটি। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন আসলে তারা তিনজনেই হল তিন বোন।
এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ধারাবাহিক সিনহা রায় বাড়িতে পরপর বিয়ে হয়েছে ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে খড়ি,দ্যুতি আর বনির। কিন্তু বনির টমবয়ের মত হাবভাব হওয়ায় তাকে কিছুতেই মেনে নিচ্ছে না তার শাশুড়ি অর্থাৎ কুনালের মা। এরই মধ্যে সিরিয়ালে দেখা যাচ্ছে বাড়ির তিন নাতবৌ আর নাতিকে ট্রিপল হানিমুনে (Tripple Honeymoon) পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে দাদু ঠাকুমা।