• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ট্রিপল হানিমুন ভেস্তে দিচ্ছে কুনালের মা! শাশুড়িকে জব্দ করতে নতুন প্ল্যান নিয়ে হাজির বনি

Published on:

Gantchora,গাঁটছড়া,Kunal,কুনাল,Boni,বনি,Honeymoon,হনিমুন,New twist,নতুন চমক

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। টিআরপি তালিকাতেও একেববারে  শুরুর দিন থেকে  বাজিমাত করে চলেছে ঋদ্ধি খড়ি জুটির রসায়ন। তাই প্রথম থেকেই হয় বেঙ্গল টপার নয়তো টি আর পি তালিকার সেরা পাঁচের মধ্যেই ঘোরাফেরা করে এই সিরিয়াল।

শুরু থেকেই আর পাঁচটা সিরিয়ালের তুলনায় একেবারেই আলাদা স্টার জলসার এই গাঁটছড়া। এখন এই সিরিয়ালের মূল ইউ এস পি হয়ে দাঁড়িয়েছে সিংহরায় পরিবারের তিন নাতবৌ অর্থাৎ খড়ি (Khori),বনি (Boni), এবং দ্যুতির (Dyuti) জুটি। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন আসলে তারা তিনজনেই হল তিন বোন।

Gantchora,গাঁটছড়া,Kunal,কুনাল,Boni,বনি,Honeymoon,হনিমুন,New twist,নতুন চমক

এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ধারাবাহিক সিনহা রায় বাড়িতে পরপর বিয়ে হয়েছে ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে খড়ি,দ্যুতি আর বনির। কিন্তু বনির টমবয়ের মত হাবভাব হওয়ায় তাকে কিছুতেই মেনে নিচ্ছে না তার শাশুড়ি অর্থাৎ কুনালের মা। এরই মধ্যে সিরিয়ালে দেখা যাচ্ছে বাড়ির তিন নাতবৌ আর নাতিকে ট্রিপল হানিমুনে (Tripple Honeymoon) পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে দাদু ঠাকুমা।

Gantchora,গাঁটছড়া,Kunal,কুনাল,Boni,বনি,Honeymoon,হনিমুন,New twist,নতুন চমক
কিন্তু কুনালের মা কিছুতেই চায় না তার ছেলের সাথে বনি হানিমুনে যাক। তাই সে এখন আবার নতুন ফন্দী আঁটতে শুরু করে দিয়েছে। এখন দেখার সিরিয়ালের আগামী পর্বে কি দেখায়। এরই মধ্যে শোনা যাচ্ছে এই হানিমুন পর্ব ঘিরেই আগামীদিনে সিরিয়ালে আসতে চলেছে নতুন চমক। জানা যাচ্ছে আগামী এপিসোডে কুনাল যাতে বনির সাথে হানিমুনে না যায় তাই অসুস্থ হওয়ার নাটক করবে কুনালের মা।
Gantchora,গাঁটছড়া,Kunal,কুনাল,Boni,বনি,Honeymoon,হনিমুন,New twist,নতুন চমক
এখন দেখার মায়ের অসুস্থতার খবর পাওয়ার পরেও কুনাল আদৌ হানিমুনে যায় কিনা। নাকি শেষ পর্যন্ত বনির বুদ্ধির কাছে হার মানবে কুনালের মা। সব শেষে সমস্ত বাধা পেরিয়ে তিন জুটিতে মিলে হানিমুনে যেতে পারে কিনা সেটাই এখন দেখার। তাই সব মিলিয়ে এখন তিন জুটির হানিমুনে যাওয়া  নিয়ে জল্পনা তুঙ্গে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥