• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালি মানেই ‘নেশাগ্রস্ত’ সাথে বিশাল ভুঁড়িওয়ালা কুঁড়ে! বীর দাসের মন্তব্যে নিন্দার ঝড় নেটপাড়ায়

Published on:

Vir Das insulting bengali video became viral netizens give harsh comments

একসময় লোক হাসানোর কথা শুনলে অনেকেই নাক সিটকাতেন! তবে বর্তমানে লোক হাসাতে পারাটাও একটা জীবিকা হিসাবে উঠেছে। ভাবছেন এ আবার কি কথা? তাহলে বলি, সম্প্রতিকালে স্ট্যান্ড আপ কমেডি (Stand Up Comedy) দেশে তো বিদেশে তো বটেই দেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা রীতিমত সেলেব্রিটি হয়ে গিয়েছেন। এমনই একজন বিখ্যাত কমেডিয়ান হলেন বীর দাস (Vir Das)।

অবশ্য নিজের কমেডির জন্য কিছুদিন আগেই চরম সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। কারণ বিদেশের মঞ্চে ভারতের যে ভাবমূর্তি তুলে ধরেছিলেন তিনি তাতে ক্ষুদ্ধ হয়েছিল অনেকেই। তবে সেই একবার নয়, বহুবারই তার কমেডি বা বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। এদিকে আবারও নিজের মন্তব্যের জেরে নতুন করে  চর্চায় উঠে এসেছেন বীর দাস।

Vir Das

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি লাইভ পার্ফর্মেসের ভিডিও শেয়ার করেছেন বীর দাস। যেখানে এক হল ভর্তি দর্শকদের সামনে পারফর্ম করতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু মুশকিল হল ভিডিওতে বাঙালিদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বীর দাস। যেটা মোটেই ভালো নয়, বরং একপ্রকার অপমানজনকই বটে।

বীর দাসের শেয়ার করা ভিডিওতে তাকে বলতে দেখা যাচ্ছে, বাঙালিরা আসলে ভারতীয় ‘হিপস্টার’। তাই যদি ভাস্কো দা গামা কালীঘাটে না গিয়ে ভুল করে কলকাতা চলে আসতেন তাহলেই ঘটত বিপত্তি। একটা বিশাল ভুঁড়ি বাগিয়ে ফেলতেন তিনি, সাথে কাজ কর্ম কিছু না করে চেন স্মোকার হয়ে পড়তেন। অর্থাৎ ইঙ্গিতে বাঙলিদের একপ্রকার ‘কুঁড়ে’ ও ‘নেশাগ্রস্ত বা মাদকাসক্ত’ বলেছেন তিনি, এমনটাই অভিযোগ উঠছে নেটিজেনদের তরফ থেকে।

Vir Das says bengalis are addicted and lazy

অবশ্য শুধু বাঙালিদেরকেই নয়, মাদার টেরেসাকে নিয়েও কৌতুক করেছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে পরে। আর তারপরই ক্ষুদ্ধ নেটিজেনরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ভিডিওর কমেন্ট বক্সে। এক নেটিজনের মতে, একে টাকা দিয়ে মানুষ শোনে কি করে? সামনে যারা বসে আছে তাদের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে অস্বস্তিতে  পরে গেছেন।

এরপর আরেক নেটিজেন লিখেছেন, ‘ভাস্কো দা গামা হয়তো বাঙালিদের সাথে মিশিয়ে ‘ভাস্কো দা’ হয়ে যেতেন। কিন্তু বীর দাস কিন্তু চেয়েও অভিনয়ে কোনোদিনই কেরিয়ার বানাতে পারলেন না। ওর মনে হয় কোনো বাঙালির সাথে পরিচয় হওয়াটা দরকার। অন্যদিকে আরেকজন লিখেছেন, বাঙালি বলে হাসি পাচ্ছে না তা কিন্তু নয়। বরং বীর দাসের কথায় হাসির মত কিছুই নেই, তাই হাসি পাচ্ছে না।

প্রসঙ্গত, শুরুতে অভিনয়ে নাম লিখিয়েছিলেন বীর দাস। কিন্তু অভিনয়ের দিকে সেভাবে সাফল্যের মুখ দেখেননি। এরপরেই স্ট্যান্ড আপ কমেডিকে কেরিয়ার হিসেবে বেছে নেন অভিনেতা। বর্তমানে কৌতুক শিল্পী হিসাবে বেশ খ্যাতিও জুটেছে। তবে খ্যাতির পাশাপাশি তাকে নিয়ে বিতর্কও কম হচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥