• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোমিওর খোলস ছেড়ে আসল রূপে ফিরছে ঋষি! মন ফাগুনের নতুন প্রোমো দেখে উত্তেজনায় ফুটছেন দর্শক

Published on:

ঋষি,Rishi,পিহু,Pihu,মনফাগুন,Monphagun,নিউ প্রমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video

স্টার জলসার প্রথম সারির বিনোদনমূলক সিরিয়ালগুলির মধ্যে প্রথমেই আসে ‘মন ফাগুন’-এর নাম। শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা ঋষি পিহুকে দারুন পছন্দ করেন দর্শকরা। তাই মন ফাগুন ভক্তদের কাছে ঋষি পিহু হলেন তাদের নয়নের মণি। কিন্তু বিগত বেশ কিছুদিন হয়ে গেল নায়ক-নায়িকা একে অপরের থেকে দূরে রয়েছেন। যার ফলে কমতে শুরু করেছে টি আর পি।

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন রোহনের ষড়যন্ত্রে বেশ অনেকদিন ধরেই একে অপরের থেকে দূরে রয়েছে পর্দার ‘পিহুরাজ’ জুটি। তাদেরকে ফের একবার পর্দায় রোম্যান্স করতে দেখার জন্য চাতক পাখির মতো হা পিত্যেশ করে অপেক্ষা করছেন ভক্তরা।

ঋষি,Rishi,পিহু,Pihu,মনফাগুন,Monphagun,নিউ প্রমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video

সেন পরিবারের বিশাল সম্পত্তি নিজের নামে করার জন্য উঠেপড়ে লেগেছে রোহন।  সেইসাথে তার নজর রয়েছে পিহুর দিকেও। এই কারণেই নিজের পথের সবচেয়ে বড় কাঁটা  ঋষিকে  ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে সে। আর এই পরিস্থিতে ভালো মানুষের মুখোশ পরে বাড়ির সকলের দুর্বলতার সুযোগ নিচ্ছে সে। কিন্তু রোহনের ষড়যন্ত্রের কথা ইতিমধ্যেই চিঠির মধ্যে দিয়ে পিহুকে জানিয়েছেন ঋষির বাবা অপ্রতিম।

ঋষি,Rishi,পিহু,Pihu,মনফাগুন,Monphagun,নিউ প্রমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video

প্রসঙ্গত এই সিরিয়ালের দৌলতে ঋষি অভিনেতা শন ব্যানার্জীর ব্যাপক ফ্যান ফলোয়িং রয়েছে দর্শকমহলে।  তাই সিরিয়ালে ঋষির জলে ডুবে মৃত্যুর দৃশ্য দেখার পর বড্ড কান্নাকাটি করেছিলেন তার ভক্তরা। যদিও ইতিমধ্যেই সিরিয়ালে ভক্তরা অভিনেতাকে দেখতে পাচ্ছেন নতুন রূপে।  লরি চালক রোমিও হয়ে নতুন রূপে ফিরেছে ঋষি।

ঋষি,Rishi,পিহু,Pihu,মনফাগুন,Monphagun,নিউ প্রমো,New Promo,ভাইরাল ভিডিও,Viral Video

আর এই নতুন রূপে  তার সংলাপ বলার স্টাইল থেকে শুরু লুক দেখে অবাক হবেন যে কেউ।  এছাড়া তার এখনকার লুকের সাথে আগের  ঋষিরাজ সেনশর্মার মিল খুঁজে পাওয়া মুশকিল।  এরইমধ্যে এসে গিয়েছে মন ফাগুনের নতুন এক ধামাকাদার প্রোমো। রোহানের পর্দা ফাঁশ করতে ঋষি ওরফে রোমিওকে টাকা দিয়ে সেন  বাড়িতে নিয়ে এসেছে পিহু।  এখনো পর্যন্ত সে জানে না যে এই রোমিও আসলে তার টুবাইদা।  আর ঋষিও এখনো পর্যন্ত পিহুর কাছে তার আসল পরিচয় জানায়নি।

তবে রোমিওকে দেখে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে রোহানের। ভিডিওতে দেখা যাচ্ছে পাশ থেকে পিহু অ্যাকশন বলতেই  রোমিও  একেবারে ঋষির মতো অ্যাক্টিং করতে শুরু করে দিয়েছে  এখন দেখার আগামী দিনে সিরিয়ালের পর্ব কোন দিকে মোড় নেয়। যদিও এই প্রোমো দেখে দারুণ খুশি হয়েছেন দর্শক।  আসলে ইদানিং টিআরপি ভালো যাচ্ছে না এই সিরিয়ালের। তাই নতুন  ধামাকাদাড় প্রমো দেখে দর্শকদের বিশ্বাস এবার টিআরপি লিস্টে তাদের প্রিয় সিরিয়াল ‘মন ফাগুন’ নিঃসন্দেহে ভালো রেজাল্টই করবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥