বলিউডের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বক্স অফিসে একের পর এক হিন্দি সিনেমা মুখ থুবড়ে পড়েছে। ’৮৩’ থেকে শুরু করে ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘জয়েশভাই জোরদার’ থেকে শুরু করে ‘এক ভিলেন রিটার্নস’, একের পর এক বলিউডের (Bollywood) সিনেমা মুক্তি পাচ্ছে এবং সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে।
তবে এবার আবার কিছু কিছু হিন্দি সিনেমা মুক্তির আগেই বয়কটের (Boycott) ডাক দিচ্ছেন দর্শকরা। সেই তালিকায় আগেই নাম তুলেছিল আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। এবার নবতম সংযোজন হল বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) আসন্ন সিনেমা ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan)।
বেশ কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যম খুললেই চোখে পড়ছিল ‘বয়কট লাল সিং চাড্ডা’ ট্রেন্ডটি। তবে এবার তার সঙ্গেই দেখা যাচ্ছে ‘বয়কট রক্ষা বন্ধন’ ট্রেন্ডটিও। পরপর তিনটি সিনেমা ফ্লপ হওয়ার পর তাঁর চতুর্থ সিনেমাকে দর্শকরা বয়কটের ডাক দেওয়ায় বেশ চিন্তায় পড়েছেন অক্ষয়।
তবে জানিয়ে রাখা প্রয়োজন, ‘রক্ষা বন্ধন’ বয়কটের ডাক দেওয়ার কারণ হলেন ছবির লেখিকা কনিকা ধিলোন। তাঁর বেশ কয়েকটি পুরনো টুইট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোবংশ, হিন্দুত্ব, গোমূত্র-সহিত বেশ কয়েকটি বিষয়ে নিজের মতামত শেয়ার করেছেন তিনি। আর সেই টুইটগুলি দেখেই তাঁর লেখা ছবি ‘রক্ষা বন্ধন’ বয়কটের ডাক দিয়েছেন দর্শকরা।
তবে শুধুমাত্র কনিকাই নন, হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ উঠেছে অক্ষয়ের বিরুদ্ধেও। তাঁরও বেহস কিছু পুরনো টুইট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি টুইটে দেখা গিয়েছে, অভিনেতা বলেছেন, শিব লিঙ্গকে দুধ দিয়ে স্নান করানো মানে সেটি অপচয় করা। আর ব্যাস, তাতেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ।
অক্ষয় কুমারের শেষ মুক্তিপ্রাপ্ত ছবির নিরিখে বলা হলে, অভিনেতার শেষ তিন সিনেমা ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘রক্ষা বন্ধন’। এবার দেখার দর্শকরা বয়কটের ডাক দেওয়া সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে কিনা।