• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লুকিং হাস্যকর’! ভাসান বাপ্পির সাজে রোহন ভট্টাচার্যের নাচ দেখে হাসির রোল নেটপাড়ায়

Published on:

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Junior Season 3,রোহন ভট্টাচাৰ্য,Vasan Bappi,ভাসান বাপ্পি,Rohan Bhattacharjee

দর্শকমহলে দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে একের পর এক রিয়ালিটি শোয়ের। গত সপ্তাহেই শেষ হয়েছে ষ্টার জলসার জনপ্রিয় সেলিব্রেটি রিয়ালিটি শো ‘ইসমার্ট জোড়ি’। কিন্তু তাতে কি বিনোদন জগতে একটা শো শেষ-ই হয় আরও একটা নতুন শো শুরু হওয়ার জন্য। তাই খুব তাড়াতাড়ি অর্থ্যাৎ চলতি সপ্তাহের শেষেই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Junior Season 3)।

এই শোতে এ বছর থাকছে একাধিক চমক।  ইতিমধ্যেই জানা গিয়েছে এই রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে থাকছেন টলিউড সুপার স্টার দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং মনামি ঘোষ। বাচ্চাদের নিয়ে তৈরী এই নাচের শোতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মেন্টর হিসেবে থাকছেন বাংলা টেলিভিশিন জগতের তিনজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Junior Season 3,রোহন ভট্টাচাৰ্য,Vasan Bappi,ভাসান বাপ্পি,Rohan Bhattacharjee

প্রথমেই তালিকায় থাকছেন ছোট পর্দার গুনগুন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha), খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Deepanwita Rakhit), এছাড়া গঙ্গারাম অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। এছাড়াও  রয়েছেন শোয়ের দুজন ক্ষুদে সঞ্চালক সঞ্চালিকা।  তবে এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Junior Season 3,রোহন ভট্টাচাৰ্য,Vasan Bappi,ভাসান বাপ্পি,Rohan Bhattacharjee

এবছর এই শোয়ে থাকছেন আরো এক নতুন নন ফিকশনাল চরিত্র ‘ভাসান বাপ্পি’ (Vasan Bappi)। আর এই চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্যকে (Rohan Bhattacharya)। কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে রোহন অভিনীত অপরাজিতা অপু  সিরিয়াল। এই সিরিয়ালে নায়ক দিপুর (Deepu) চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Junior Season 3,রোহন ভট্টাচাৰ্য,Vasan Bappi,ভাসান বাপ্পি,Rohan Bhattacharjee
 তবে ‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। বহুদিন পর্দায় দেখা যাচ্ছিল না এই অভিনেতাকে। তবে এবার ভাসান বাপি নামের এক মজার চরিত্রে ডান্স ডান্স জুনিয়র শোতে হাজির থাকবেন রোহন।বলতে গেলে এক প্রকার এই চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি একটি নন ফিকশনাল চরিত্র।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই শোয়ের প্রোমোশনের জন্য রোহনের নাচের একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। সেই ভিডিওতে অভিনেতার নাচের বহর দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। পেঅসঙ্গত ইতিপূর্বে এই শোয়ের মেন্টারদের নিয়েও কম সমালোচনা হয়নি। এবার এই তালিকায় নাম জড়াল রোহানেরও। ভিডিও দেখে একজনের মন্ত্যব্য এই শোতে রোহান প্রতিযোগী হয়ে আসলে তিনি নাকি প্রথম রাউন্ডেই আউট হয়ে যাবেন,আবার একজনের কটাক্ষ এবারের নাচের এই শো যেন পুরো সার্কাস।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥