• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিজ্ঞাপনের এই পুচকি মেয়েই আজ কাঁপাচ্ছেন বলিউড! রইল আসল পরিচয়

Published on:

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,কিয়ারা আডবানী,Kiara Advani,জেনিভি আডবাণী,Jenivi Advani,জন্মদিন,Birthday,সিদ্ধার্থ মালহোত্রা,Sidharth Malhotra

সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যে ভাইরাল হয়ে থাকে বলিউড অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার নানান মুহূর্তের ছবি আর ভিডিও। আর তাদের সেই ছোটবেলার  চেহারার সাথে এখনকার চেহারার মিল খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই একজন বলিউড অভিনেত্রীর ছোটবেলার বিজ্ঞাপনের  ভিডিও। ১৯৯৩ সালের এই বিজ্ঞাপনটিতে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে তার বয়স তখন ছিল আট মাস।

আর আজ অর্থাৎ ৩১ জুলাই সেদিনের সেই শিশুর জন্মদিন (Birthday) আজ তাঁর বয়স হয়েছে ৩০ বছর। তিনি আর কেউ নন তিনি হলেন বলিউড অভিনেত্রী  (Bollywood Actress) আলিয়া আডবাণী। যদিও তার ভক্তরা তাকে চেনেন কিয়ারা আডবানী (Kiara Advani) নামে। অভিনেত্রীর মা জেনিভি আডবাণী (Jenivi Advani) ছিলেন একজন মডেল। একসময় বহু বিজ্ঞাপনের মডেল হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সে সময় মায়ের হাত ধরেই বেবি মডেল হিসেবে প্রথমবার বিজ্ঞাপনে হাতেখড়ি হয়েছিল কিয়ারার।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,কিয়ারা আডবানী,Kiara Advani,জেনিভি আডবাণী,Jenivi Advani,জন্মদিন,Birthday,সিদ্ধার্থ মালহোত্রা,Sidharth Malhotra

সেই সময় তখন তার বয়স এতটাই ছোট ছিল যে লাইট,ক্যামেরা অ্যাকশনের চাকচিক্য বোঝার মত বুদ্ধি টুকুও ছিল না তাঁর। আর আজ তিনিই হলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। প্রসঙ্গত আজ থেকে ছয় বছর আগে ২০১৬ সালের মাতৃ দিবসে এই ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছিলেন হঠাৎ করে তিনি এই মূল্যবান জিনিসটি খুঁজে পেয়েছেন। এটা ছিল তার তার মায়ের সাথে জীবনের প্রথম বিজ্ঞাপন।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,কিয়ারা আডবানী,Kiara Advani,জেনিভি আডবাণী,Jenivi Advani,জন্মদিন,Birthday,সিদ্ধার্থ মালহোত্রা,Sidharth Malhotra

এমনিতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার নানান ছবি থেকে ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। এখনকার সুন্দরী কিয়ারা ছোটবেলাতেও ঠিক এখনকার মতোই কিউট ছিলেন। তা তার ছোটবেলার ভিডিও এবং ছবি দেখে বোঝা যায়। যা শেয়ার করা মাত্রই ঝড়ের ভাগে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া। সেই ছবি আর ভিডিওর কমেন্ট সেকশনে উপচে পড়েছে অসংখ্য মন্তব্য।

আজ অভিনেত্রীর ৩০ তম জন্মদিন। এ বছরের জন্মদিনে কিয়ারা রয়েছেন দুবাইয়ে। সঙ্গী তাঁর চর্চিত প্রেমিক তথা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। গত বছর শেরশাহ মুক্তি পাওয়ার পর থেকে তাদের সম্পর্ক নিয়ে চলছে জোর জল্পনা। যদিও এখনও পর্যন্ত তারা কেউই এই সম্পর্ক নিয়ে খোলাখুলি কোন কিছুই স্বীকার করেনি। তবে সম্প্রতি কফি হাউজ কারণে এসে অনন্যা পান্ডে প্রায় ফাঁস করে দিয়েছিলেন তাদের প্রেম কাহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥