• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুনের হুমকি পেতেই শেষ ভাইজানগিরি! মরার ভয়ে বন্ধুক নেওয়া থেকে গাড়িতে এই সব করছেন সালমান খান

গত মে মাসে পাঞ্জাবে দিনেদুপুরে খুন হয়েছিলেন জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা। হত্যার যাবতীয় দায় স্বীকার করেছিলেন গ্যাংস্টার লরেন্স বিশ্নোই। সিধু হত্যার পর তিনি বলিউডের নামী সুপারস্টার সলমন খানকে (Salman Khan) হত্যার হুমকি দিয়েছিলেন। এরপর থেকেই খানিক চিন্তায় রয়েছেন ভাইজানের অনুরাগীরা।

খুনের হুমকি পাওয়ার পর সলমন নিজেও বেশ চিন্তায় রয়েছেন বলেই জানা যাচ্ছে। নিজের সুরক্ষার জন্য তিনি মুম্বই পুলিশের থেকে বন্দুক রাখার লাইসেন্সের আবেদন করেছিলেন। সেই লাইসেন্স তিনি পেয়ে গিয়েছেন। তবে এবার নিজের সুরক্ষার বলয়কে আরও একটু মজবুত করতে নিজের গাড়িকেও বুলেটপ্রুফ (Bulletproof car) করিয়ে নিলেন তিনি।

   

Salman Khan

মুম্বইয়ের রাস্তার সলমনকে তাঁর টোয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভি করে মাঝেমধ্যেই ঘুরতে দেখা যায়। সেই গাড়িটিকেই বুলেটপ্রুফ করিয়ে নিয়েছেন তিনি। যাতে কোনোভাবে গাড়িকে লক্ষ্য করে গুলি করা হলেও বলি সুপারস্টারের কোনও ক্ষতি না হয়, সেই উদ্দেশেই এই কাজ করা হয়েছে,

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওতে দাবি করা হয়েছে এই কথা। সেই ভিডিওয় দেখা গিয়েছে সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছে তাঁর টোয়োটা গাড়িটি। সেখানেই দেখা যাচ্ছে, তাঁর গাড়ির জানলার পাশে রয়েছে একটি মোটা আস্তরণ। তা থেকেই বোঝা যাচ্ছে যে গাড়িটি বুলেটপ্রুফ করা হয়েছে।

Salman Khan bulletproof car

তবে শুধুমাত্র গাড়ির জানলার কাছেই নয়, গাড়ির যে উইন্ডশিল্ড থাকে সেটিকেও মজবুত করা হয়েছে। সাধারণ গাড়িতে যেমন উইন্ডশিল্ড দেখতে পাওয়া যায়, তার চেয়ে অনেকটা বেশি মজবুত এটি। ভারতের একাধিক তারকা নিজেদের সুরক্ষার জন্য তাঁদের টোয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভি গাড়িটিকে বুলেটপ্রুফ করিয়ে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম তুললেন সলমনও।

তবে সলমনের বাড়িতে অবশ্য এই একটি গাড়ি নেই। গাড়িপ্রেমী হিসেবে পরিচিত ভাইজানের বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে বিশ্বের একাধিক দামি গাড়ি। সেই তালিকায় নাম রয়েছে অডি থেকে শুরু করে মার্সিডিজ বেনজ। পোর্সে থেকে শুরু করে রেঞ্জ রোভারের মতো কয়েক কোটি টাকা মূল্যের নানান গাড়ি।

site