বাঙালি দর্শকদের জন্য টেলিভিশনের পর্দায় একাধিক ভিন্ন স্বাদের সিরিয়াল রয়েছে। তবে প্রতিদিনের সিরিয়ালের পাশাপাশি রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তাও কিন্তু কোনো অংশে কম নয়। সাধারণত নাচ বা গনের রিয়্যালিটি শো দেখা গেলেও ষ্টার জলসার পক্ষ থেকে এক অভিনব শো আনা হয়েছিল। যেখানে টেলিভিশনের জনপ্রিয় তারকাদের জীবনসঙ্গীদের নিয়ে খেলায় শামিল হতে দেখা গিয়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন ষ্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’ (Ismart Jodi) এর কথাই বলছি। সম্প্রতি ইসমার্ট জোড়ির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়ে গেল। আর সেখানে বিজয়ী হলেন সৌরভ-সুস্মিতা (Sourav Saha & Sushmita Saha)।
শোয়ের প্রতিযোগীরা প্রত্যেকেই সেলেব্রিটি তো বটেই সাথে সঞ্চালনার দায়িত্বে ছিলেন টলিউডের জিৎ (Jeet)। যেটা রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছিল। গতকাল অর্থাৎ ৩১শে জুলাই ছিল ইসমার্ট জোড়ির গ্র্যান্ড ফিনালে। এদিন একপ্রকার চাঁদের হাট হয়ে গিয়েছিল ইসমার্ট জোড়ির মঞ্চ। একদিকে সুপারস্টার জুটি দেব রুক্মিণী মৈত্র অন্যদিকে সুন্দরী অভিনেত্রী মনামী ঘোষ। এছাড়াও জুটি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক শান এবং তার স্ত্রী রাধিকা।
ফাইনালে সেরা জুটি হওয়ার লড়াইয়ে শামিল ছিল মোট ৮ জুটি। যাঁরা হলেন – অনিক ধর ও দেবলীনা ধর, সৌরভ সাহা ও সুস্মিতা সাহা, সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী, গায়ক রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালি বাগচী, অঙ্কিতা চক্রবর্তী প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও থাকছেন রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী, অভিনেতা ভরত কল ও তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় আর রাজীব বোস ও মোহিনী।
এদিন জমজমাট খেলার শেষে বিজয়ের মুকুট উঠেছে সৌরভ-সুস্মিতা জুটির মাথায়। আর ইসমার্ট জোড়ি সিজেন ১ এর বিজেতার পাশাপাশি ১ লক্ষ টাকা নগদ উপহার জিতলেন তাঁরা। এখানেই শেষ নয়, রয়েছে হীরের নেকলেসও। তবে শোয়ের বিচারে সৌরভ-সুস্মিতা বিজয়ী হলেও দর্শকদের মত কিন্তু অন্য।
বিজয়ী জুটি ছাড়াও দর্শকদের পছন্দের জুটিকেও পপুলার চয়েস বেস্ট জোড়ি পুরস্কার দেওয়া হয়েছে। আর সেই পুরস্কার পেয়েছে রাজা-মধুবনী (Raja Goswami & Madhubani Goswami) জুটি। তবে দর্শকদের অনেকের মতেই শোতে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন হয়নি। কারণ নেটিজেনদের একাংশের মতে রাজা-মধুবনীরই বিজয়ী হওয়া উচিত ছিল। তবে এ নিয়েই কিছুটা মত পার্থক্য রয়েছে বাকিদের মধ্যেও।