• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিআরপি সেই তলানিতেই! ‘আয় তবে সহচরী’ থেকে বিরতি নিলেন কনীনিকা, রইল আসল কারণ

Published on:

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,কণীনিকা বন্দোপাধ্যায়,Konineeca Banerjee,শিঁড়দাড়ার অসহ্য যন্ত্রণা,Spinal Cord Injury

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের এই চরিত্ররাই কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন। তাই সিরিয়ালে পছন্দের চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। ইদানিং দর্শকমহলে দারুন জনপ্রিয় স্টার জলসার এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)।

এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ হলেন সহচরী অভিনেত্রী কণীনিকা বন্দোপাধ্যায় (Konineeca Banerjee)। নায়িকা সহচরির ভূমিকায় তার অভিনয় শুরু থেকেই মন ছুঁয়েছে দর্শকদের। আসলে এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর ছোট পর্দায় কামব্যাক করেছিলেন নায়িকা। এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মাঝবয়সী সহচরির সংসার সামলে পড়াশোনা করার গল্প নিয়ে তৈরি হয়েছিল এই সিরিয়াল।

Aay Tobe Sohochori Actress Konineenica Banerjee

সেই সাথে এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অসমবয়সী বন্ধুত্ব। কলেজে পড়াশোনা করতে গিয়েই সহচরীর সাথে বন্ধুত্ব হয়েছিল তার মেয়ের বয়সী বরফির সাথে। এখন সিরিয়ালে দেখা যাচ্ছে এই বরফির সাথেই বিয়ে হয়েছে সহচরির ছেলে টিপুর। গতকালের পর্বেই দেখা গিয়েছে টিপুর সাথে ধিঙ্গির বিয়ের পর তার হাতেই সংসারের সমস্ত দায়িত্ব তুলে দিয়ে নিজের বাবা অর্থাৎ সোনা দাদুর চিকিৎসার জন্য চেন্নাই যাবে বলে জানিয়েছে সহচরী।

এই পর্ব দেখেই অনেকের মনে খটকা লেগেছিল আসল ঘটনাটা কি ? আসলে অভিনেত্রী কোথায় যাচ্ছেন তা জানতে আগ্রহী ছিলেন সকলেই। এবার জানা গেল অভিনেত্রী চেন্নাই এর হাসপাতালে যাচ্ছেন ঠিকই তবে সোনা দাদুর জন্য নয়, নিজের জন্য। শিঁড়দাড়ার অসহ্য যন্ত্রণায় (Spinal Cord Injury) তিনি এতটাই কাহিল হয়ে পড়েছিলেন যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেই পারছেন না।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,কণীনিকা বন্দোপাধ্যায়,Konineeca Banerjee,শিঁড়দাড়ার অসহ্য যন্ত্রণা,Spinal Cord Injury

তাই দেরি না করে সিরিয়াল থেকে কিছু দিনের বিরতি নিয়ে চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসার জন্য পাড়ি দিয়েছেন অভিনেত্রী। সেখানেই আর দু এক দিনের মধ্যেই তার অস্ত্রোপচার হবে । তাই অনেকদিন সিরিয়ালের সেট থেকে শুটিং থেকে দূরে থাকার, একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাই গতকাল রাতেই সিরিয়ালের সমস্ত কলা কুশলীদের সাথে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন ‘সবাইকে খুব মিস করব ।সবে চেন্নাই পৌঁছালাম।আশা করছি সব ঠিক হবে। আবার ফিরবো তোদের মাঝে’।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,কণীনিকা বন্দোপাধ্যায়,Konineeca Banerjee,শিঁড়দাড়ার অসহ্য যন্ত্রণা,Spinal Cord Injury

তাই সহচরী আবার কবে পর্দায় ফিরবেন তা জানতে এখন থেকেই অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী।  ঠিক আবার শুটিংয়ে ফিরতে পারবেন তা জানেন না অভিনেত্রী নিজেও। তবনে অন্তত পক্ষে ২০-২৫ দিন তো লাগবেই। এদিন অভিনেত্রীর শেয়ার করা ছবির কমেন্ট সেক্শনে উপচে অসংখ্য অনুরাগীর শুভ কামনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥