আজকের দিনে বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই এই সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলে না বাংলার দর্শকদের। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত কাছের এমনই একটি সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gantchora)। এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। টিআরপি তালিকাতেও একেববারে শুরুর দিন থেকে বাজিমাত করে চলেছে এই সিরিয়াল।
এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি। তাই দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকে থাকে একের পর এক ধামাকাদাড় এপিসোড। হাতেনাতে যার ফল মিলছে টিআরপিতেও। আগেই টিআরপি তালিকায় একের পর এক সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই সিরিয়াল।
এই সিরিয়ালের প্রধান নায়ক-নায়িকা ঋদ্ধি (Ridhi) -খড়ি (Khori) ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক চরিত্র। যাদের মধ্যে অন্যতম হল খড়ির দুই বোন দ্যুতি (Dyuti) আর বনি (Boni)আর ঋদ্ধির দুই ভাই রাহুল (Rahul) আর কুণাল (Kunal)। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে দ্যুতির সাথে বিয়ে হয়েছে রাহুলের। আর বনির সাথে বিয়ে হয়েছে কুনালের।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন কুনালের সাথে বনির বিয়ে দেওয়ার পর থেকে ঋদ্ধির কাছে আবার খারাপ হয়ে গিয়েছে খড়ি। গিরগিটির মতো রঙ বদলে ঋদ্ধি আবার বাজে ব্যবহার শুরু করেছে খড়ির সাথে। আর ইদানিং বনির প্রতি আচরণ বদলে গিয়েছে কুনালেরও। আর এই বিষয়টি একেবারে ভালো চোখে দেখছেন না দর্শকরা।