• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বেঙ্গল টপার’ হওয়ার লড়াইয়ে মিঠাইকে কয়েক গোল দেবে খড়ি! ভাইরাল ট্রিপল হানিমুন স্পেশাল প্রোমো

Published on:

গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়িKhori,বনি,Boni,কুণাল,Kunal,দ্যুতি,Dyuti,রাহুল,Rahul,নতুন প্রমো,New Promo,হানিমুন,Honeymoon

আজকের দিনে বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই এই সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলে না বাংলার দর্শকদের। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত কাছের এমনই একটি সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gantchora)। এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। টিআরপি তালিকাতেও  একেববারে  শুরুর দিন থেকে  বাজিমাত করে চলেছে এই সিরিয়াল।

এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি। তাই দর্শকদের মনোরঞ্জন করতে  প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকে থাকে একের পর এক ধামাকাদাড় এপিসোড। হাতেনাতে যার ফল মিলছে টিআরপিতেও। আগেই টিআরপি তালিকায় একের পর এক সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই সিরিয়াল।

গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়িKhori,বনি,Boni,কুণাল,Kunal,দ্যুতি,Dyuti,রাহুল,Rahul,নতুন প্রমো,New Promo,হানিমুন,Honeymoon

এই সিরিয়ালের প্রধান নায়ক-নায়িকা ঋদ্ধি (Ridhi) -খড়ি (Khori) ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক চরিত্র। যাদের মধ্যে অন্যতম হল খড়ির দুই বোন দ্যুতি (Dyuti) আর বনি (Boni)আর ঋদ্ধির দুই ভাই রাহুল (Rahul) আর কুণাল (Kunal)। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে দ্যুতির সাথে বিয়ে হয়েছে রাহুলের। আর বনির সাথে বিয়ে হয়েছে কুনালের।

গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়িKhori,বনি,Boni,কুণাল,Kunal,দ্যুতি,Dyuti,রাহুল,Rahul,নতুন প্রমো,New Promo,হানিমুন,Honeymoon

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন কুনালের সাথে বনির বিয়ে দেওয়ার পর থেকে ঋদ্ধির কাছে আবার খারাপ হয়ে গিয়েছে খড়ি। গিরগিটির মতো রঙ বদলে ঋদ্ধি আবার বাজে ব্যবহার শুরু করেছে খড়ির সাথে। আর ইদানিং বনির প্রতি আচরণ বদলে গিয়েছে কুনালেরও। আর এই বিষয়টি একেবারে ভালো চোখে দেখছেন না দর্শকরা।

এরই মধ্যে দেখা যাচ্ছে এসে গিয়েছে গাঁটছড়া সিরিয়ালের নতুন প্রমো (New Promo)।  সেখানে দেখা যাচ্ছে তিন নাতি নাতবৌদের মধ্যে মিল করাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে এই সিরিয়ালের দাদু ঠাম্মা। তারা ঠিক করেছেন তিন নাতি নাত বউকে হানিমুনে (Honeymoon) পাঠাবেন। তাই  এবার একসাথে হানিমুনে যাবেন গাঁটছড়া সিরিয়ালের তিন জুটি।  বহুদিন পর গাঁটছড়ার এমন নতুন ধামাকা প্রমো দেখে খুশিতে ডগমগ দর্শকরা। টিভির পর্দায় এই পর্ব দেখার জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছেন তারা।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥