• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোশ্যাল মিডিয়ায় মোহময়ীরূপে ধরা দিলেন রঞ্জা অভিনেত্রী ইধিকা পাল, ঘুম উড়েছে অনুরাগীদের

Published on:

Idhika Paul,ইধিকা পাল,পিলু,Pilu,রঞ্জা,Ranjha,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ব্রাইডাল ফটোশুট,Bridal Photoshoot

চালুইদানিং বাংলা টেলিভিশন জগতের অন্যতম চর্চিত মুখ হয়ে উঠেছেন টেলি অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। বর্তমানে তিনি জি বংলার জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’ (Pilu)-তে রঞ্জা (Ranjha)-র চরিত্রে অভিনয় করছেন। নিজের অল্প দিনের অভিনয় জীবনেই  দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।  শুরুর দিকে তার এই  চরিত্রে নেগেটিভ শেড দেখা গেলেও বেশ কিছুদিন হল মল্লারের প্রতারণার শিকার হওয়ার পর থেকে ধীরে ধীরে পজিটিভ চরিত্রে বদল ঘটছে রঞ্জার।

ইধিকার দুর্দান্ত অভিনয় অল্প দিনেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। যার ফলে ইতিপূর্বে বিনোদন জগতের একাধিক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের মুখেও শোনা গিয়েছে ইধিকার অপূর্ব অভিনয়ের প্রশংসা। এই কারণেই সম্ভবত সিরিয়ালের প্রধান নায়িকা পিলু অভিনেত্রী মেঘনা মাইতি হলেও দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে রঞ্জা অভিনেত্রী ইধিকার।

Idhika Paul,ইধিকা পাল,পিলু,Pilu,রঞ্জা,Ranjha,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ব্রাইডাল ফটোশুট,Bridal Photoshoot

নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়েই দিনে দিনে সেকেন্ড লীড থেকে রঞ্ঝাই হয়ে উঠেছে পিলু সিরিয়ালের মুখ্য চরিত্র। ইতিপূর্বে ইধিকাকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। তাই অনেকেই মনে করেন ‘রিমলি’-ই তার প্রথম সিরিয়াল। কিন্তু না তা নয় নয় রিমলিতে অভিনয় করার আগেও ‘বেদের মেয়ে জোৎস্না’ সিরিয়ালের লক্ষী চরিত্র এবং স্টার জলসার ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছিলেন ইধিকা।

Idhika Paul,ইধিকা পাল,পিলু,Pilu,রঞ্জা,Ranjha,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ব্রাইডাল ফটোশুট,Bridal Photoshoot

বরাবরই নিজের অভিনয়ের প্রতি ১০০ শতাংশ নিংড়ে দেন ইধিকা। তাই পার্শ্বচরিত্র হোক মুখ্য অথবা খলনায়িকা সব চরিত্রেই এক কথায় অনবদ্য পর্দার রঞ্জা। এমনিতে বরাবরই নতুন কিছু করতে ভালোবাসেন অভিনেত্রী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি দেখে একথা বোঝা যায় হামেশাই। আর ইদানিং অভিনেত্রী বাঙালি সাজে বেশ কিছু ছবি দারুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Idhika Paul,ইধিকা পাল,পিলু,Pilu,রঞ্জা,Ranjha,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ব্রাইডাল ফটোশুট,Bridal Photoshoot
এমনিতে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটা আলাদাই ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি যাই শেয়ার করেন তা ভাইরাল হয়ে যায় নিমেষে। প্রসঙ্গত কিছুদিন আগেও অভিনেত্রীর ব্রাইডাল সাজে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই ফের একবার বাঙালি কনের সাজে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। এই ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে মেরুন রঙের বেনারসি। কপালে চন্দনের কলকা আর  গা ভর্তি সোনার গয়না।

 

View this post on Instagram

 

A post shared by sayan kundu (@sayankundu9)

ইধিকার এই ফটোশুটের ভিডিওটি যে আসলে ব্রাইডাল ফটোশুটের (Bridal Photo shoot) তা তার এই সাজের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট সেশনে উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥