চালুইদানিং বাংলা টেলিভিশন জগতের অন্যতম চর্চিত মুখ হয়ে উঠেছেন টেলি অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। বর্তমানে তিনি জি বংলার জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’ (Pilu)-তে রঞ্জা (Ranjha)-র চরিত্রে অভিনয় করছেন। নিজের অল্প দিনের অভিনয় জীবনেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। শুরুর দিকে তার এই চরিত্রে নেগেটিভ শেড দেখা গেলেও বেশ কিছুদিন হল মল্লারের প্রতারণার শিকার হওয়ার পর থেকে ধীরে ধীরে পজিটিভ চরিত্রে বদল ঘটছে রঞ্জার।
ইধিকার দুর্দান্ত অভিনয় অল্প দিনেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। যার ফলে ইতিপূর্বে বিনোদন জগতের একাধিক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের মুখেও শোনা গিয়েছে ইধিকার অপূর্ব অভিনয়ের প্রশংসা। এই কারণেই সম্ভবত সিরিয়ালের প্রধান নায়িকা পিলু অভিনেত্রী মেঘনা মাইতি হলেও দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে রঞ্জা অভিনেত্রী ইধিকার।
নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়েই দিনে দিনে সেকেন্ড লীড থেকে রঞ্ঝাই হয়ে উঠেছে পিলু সিরিয়ালের মুখ্য চরিত্র। ইতিপূর্বে ইধিকাকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। তাই অনেকেই মনে করেন ‘রিমলি’-ই তার প্রথম সিরিয়াল। কিন্তু না তা নয় নয় রিমলিতে অভিনয় করার আগেও ‘বেদের মেয়ে জোৎস্না’ সিরিয়ালের লক্ষী চরিত্র এবং স্টার জলসার ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছিলেন ইধিকা।
View this post on Instagram
ইধিকার এই ফটোশুটের ভিডিওটি যে আসলে ব্রাইডাল ফটোশুটের (Bridal Photo shoot) তা তার এই সাজের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট সেশনে উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসা।