• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

RIP ডান্স, নাচতে পারে না মেন্টর হয়েছে! ছোট পর্দার গঙ্গারামের নাচ দেখে হাসির রোল নেটপাড়ায়

Published on:

ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,Mentor,মেন্টর,Gangaram,গঙ্গারাম,Abhishek Bose,অভিষেক বোস

বাংলা বিনোদন জগতের  দর্শকদের রোজকার সিরিয়াল দেখার একঘেয়েমি কাটাতেই এখন দিনে দিনে সিরিয়ালের পাশাপাশি বাড়ছে বাংলা রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা। তেমনই আগামী সপ্তাহ থেকেই অর্থাৎ ৬ আগস্ট থেকেই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ (Dance Dance junior) সিজন ৩। পরপর দু-দুটো সিজন রমরমিয়ে চলার পর আসতে চলেছে এই নাচের রিয়ালিটি শোয়ের তৃতীয় সিজন।

এই শোতে বিচারকের আসনে থাকছেন টলিউড সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikary), অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra), এবং মনামী ঘোষ (Monami Ghosh)। প্রতিবারের মতো চলতি সিজনেও এই শো-এর দর্শকদের জন্য থাকছে একাধিক নতুন চমক। তবে এবছর আর মহাগুরুর আসনে দেখা যাচ্ছে না মিঠুন চক্রবর্তী কে।  জানা যাচ্ছে তাঁর ওই আসন টি এবছর ফাঁকাই থাকছে।

ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,Mentor,মেন্টর,Gangaram,গঙ্গারাম,Abhishek Bose,অভিষেক বোস

তবে এবছর দর্শকদের নতুন চমক দিতে হাজির থাকতে চলেছেন তিনজন মেন্টর। তারা হলেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের খুকুমনি (Khukumoni) অর্থাৎ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত, ‘খড়কুটো’ সিরিয়ালের গুনগুন (Gungun)অভিনেত্রী তৃনা সাহা এবং ‘গঙ্গারাম’(Gangaram) সিরিয়ালের গঙ্গারাম অভিনেতা অভিষেক বোস (Abhishek Bose)।

ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,Mentor,মেন্টর,Gangaram,গঙ্গারাম,Abhishek Bose,অভিষেক বোস

আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ার শুরু হয়েছে দর্শকদের মধ্যে তুমুল হাসাহাসি।  আসলে এই নাচের শোতে এবছর মেন্টরের আসনে যাদের  দেখা যাচ্ছে দর্শকদের দাবি তারা কেউই প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী নন।  তাই শুরু থেকেই তাদের নাম প্রকাশ্যে আসতেই দর্শকদের ব্যাপক স্লোলিং এর মুখে পড়েছেন এই তিন তারকা।

ডান্স ডান্স জুনিয়র,Dance Dance Junior,Mentor,মেন্টর,Gangaram,গঙ্গারাম,Abhishek Bose,অভিষেক বোস

এরই মধ্যে সম্প্রতি এই শোয়ের একটি প্রচার ঝলকে নাচতে দেখা গিয়েছে শোয়ের মেন্টের তথা গঙ্গারাম অভিনেতা অভিষেক বসুকে।  তার নাচ দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। কেউ লিখেছেন ‘RIP ডান্স’। আবার কেউ লিখেছেন ‘নাচতে পারে না আবার মেন্টর হয়েছে’। সব মিলিয়ে কারোরই পছন্দ হয়নি অভিষেকের নাচ। তাই সকলেই বলেছেন মেন্টর হিসেবে অভিনেতাকে দেখতে চান না তারা।  তাই তাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব এই শো থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥