• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইতে আসছে বড় চমক! মিঠাই সিদ্ধার্থের জীবনে আসছে ‘জুনিয়র তুফানমেল’

Published on:

Mithai,মিঠাই,Junior Tufan Mail,জুনিয়র তুফান মেল,Time Leap,টাইম লিপ

বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের ভালবাসায় বিগত দেড় বছরের বেশি সময় ধরে বাংলার অন্যতম সেরা সিরিয়াল হয়েছে হয়ে উঠেছে ‘মিঠাই’ (Mithai)। শুরু থেকেই  এই সিরিয়াল ঘিরে দর্শকদের পাগলামির অন্ত নেই। সোশ্যাল মিডিয়া সিরিয়ালের বিভিন্ন ফ্যান পেজ গুলোর দিকে নজর দিলে তার প্রমাণ মিলবে হামেশাই। এরই মধ্যে বেশ কিছুদিন পিছিয়ে থাকার পর গতকালই আবার ‘বেঙ্গল টপার’ হয়ে নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছে মিঠাই।

সেই থেকে মিঠাই ভক্তদের আনন্দের কোন সীমা নেই। বহুদিন পর মিঠাইয়ের এই সাফল্যের জন্য দর্শকরা কৃতিত্ব দিচ্ছেন সিরিয়ালের প্রমোকে। আসলে বহুদিন ধরেই আসছিল না মিঠাইয়ের নতুন কোনো প্রমো। তাই একপ্রকার সিরিয়াল কর্তৃপক্ষের ওপর  ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকদের একাংশ। তবে কিছুদিন আগেই নতুন করে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রমো।

Mithai,মিঠাই,Junior Tufan Mail,জুনিয়র তুফান মেল,Time Leap,টাইম লিপ

সেই প্রোমো দেখে কার্যত ঘুম উড়ে গিয়েছিল দর্শকদের। কারণ এই প্রমো তে দেখা গিয়েছে জেল পালানো ওমি আগারওয়ালের হাত থেকে সিডকে বাঁচাতে গুলি খেয়েছে মিঠাই।  সিরিয়ালের এই টানটান উত্তেজনায় ভরপুর পর্ব দেখার জন্য এক সপ্তাহের বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন দর্শক। অবশেষে চলতি সপ্তাহের শুরুতেই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে সেই পর্ব। এরপর থেকেই আগামী দিনে এই সিরিয়ালে কি হবে তা নিয়ে দিনে দিনে বেড়েই চলেছে  দর্শকদের কৌতূহল।

Mithai,মিঠাই,Junior Tufan Mail,জুনিয়র তুফান মেল,Time Leap,টাইম লিপ

সিরিয়ালে দেখা যাচ্ছে মিঠাই বেঁচে গেলেও এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি তার। এরই মধ্যে জানাই আছে, আগামী দিনে সিরিয়ালে দেখা যাবে অন্তসত্তা অবস্থাতেই হাসপাতালে ভর্তি রয়েছে মিঠাই। এরপর সিড মিঠাইয়ের জীবনে আসবে ‘জুনিয়ার তুফানমেল’ (Junior Tufan mail)। তার নাম হবে সিমি। কিন্তু মিঠাইয়ের কিছুই মনে থাকবে না। এছাড়া সিরিয়াল নাকি টাইম লিপ নিয়ে এগিয়ে যাবে দশ বছর। সেখানে দেখা যাবে দেখা যাবে মিঠাইয়ের কোনো স্মৃতি মনে নেই।

Mithai,মিঠাই,Junior Tufan Mail,জুনিয়র তুফান মেল,Time Leap,টাইম লিপ

তাই নিজের মেয়েকে নিয়ে সে অন্য কোথাও চলে যাবে। আর প্রাণহীন হয়ে পড়বে গোটা মনোহরা। অন্যদিকে মিঠাই না থাকায় পাগল-পাগল হয়ে গিয়েছে সিদ্ধার্থ। এখানেই শেষ নয় আগামীদিনে মিঠাই আর সিদ্ধার্থর মধ্যে মিল করে দিতে দেখা যাবে তাদের মেয়ে সিমিকে। তবে  প্রসঙ্গত উল্লেখ্য সবটাই নাকি মিঠাই ভক্তদের কল্পনাশক্তি দিয়ে সাজানো একটি গল্প।

Mithai,মিঠাই,Junior Tufan Mail,জুনিয়র তুফান মেল,Time Leap,টাইম লিপ

আসলে এখনো পর্যন্ত এমন কোন ঘটনা যে ঘটতে চলেছে সে বিষয়ে কিছুই জানানো হইনি।  আসলে মিঠাই এর গায়ে গুলি লাগার পর থেকেই মিঠাই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে ইউটিউবে নিজেদের মনের মতো করে নানান গল্প সাজিয়ে শেয়ার করছেন।  সেই সমস্ত গল্পই এক জায়গায় করেই অনুমান করা হয়েছে মিঠাইয়ের আগামী দিনের প্লট সম্পর্কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥