• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘চেটে চেটেই মহানায়ক হয়ে গেল সোহম’! জিৎ কোয়েলকে বঞ্চিত করায় ক্ষুব্ধ দর্শক

Updated on:

মহানায়ক,Mohanayok,মহানায়িকা,Mohanayika,সোহম চক্রবর্তী,Soham Chakraborty,নুসরত জাহান,Nusrat Jahan,জিৎ,Jeet,কোয়েল,Koel

চলতি সপ্তাহের শুরুতেই সোমবার অর্থাৎ ২৫ জুলাই কলকাতার নজরুল মঞ্চেই পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ-এর তরফে আয়োজন করা হয়েছিল ‘বঙ্গ সম্মান’ দেওয়ার অনুষ্ঠান। এদিন  গোটা বাংলার সংস্কৃতি জগৎসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ঠ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘বঙ্গভূষণ’ (Bangabhushan), ‘বঙ্গবিভূষণ’ (Bangabivushan) এবং ‘মহানায়ক’ (Mohanayok) এবং ‘মহানায়িকা’ (Mohanayika) সম্মান।

সেখানেই সম্প্রতি সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty) ‘মহানায়ক’ এবং অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) কে ‘মহানায়িকা’র সম্মানে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী। বিনোদন জগতের সাথে রাজনীতির সম্পর্ক কিন্তু আজকের নয় বহুদিন ধরেই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বিনোদন আর রাজনীতি। ইদানিং বাংলার শাসক দলের দিকে চোখ  দিলেই দেখা যায় সেই উদাহরণ রয়েছে ভুরি ভুরি।

মহানায়ক,Mohanayok,মহানায়িকা,Mohanayika,সোহম চক্রবর্তী,Soham Chakraborty,নুসরত জাহান,Nusrat Jahan,জিৎ,Jeet,কোয়েল,Koel

এমন অনেক তারকা রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি সামলাচ্ছেন জন প্রতিনিধির দায়িত্বও। তাদের মধ্যে অন্যতম দুজন হলেন সোহম এবং নুসরত। তারা দুজনেই বহুদিন ধরেই  যুক্ত রাজ্যের শাসকদলের সাথে। আর এ বছর রাজ্য সরকারের তরফে আয়োজিত বঙ্গ সম্মান অনুষ্ঠানে মহানায়ক মহানায়িকা হিসেবে পুরস্কৃত হয়েছেন এরা দুজন।  আর তাতেই ভীষণ ক্ষুব্ধ হয়েছেন বাংলা সিনেমার দর্শকদের একটা বড় অংশ।

তাদের সকলেরই দাবি এই দুই অভিনেতা অভিনেত্রী সোহম এবং নুসরাত আজ পর্যন্ত এমন কোন সিনেমায়  অভিনয় করেননি যার জন্য তারা মহানায়ক মহানায়িকা পুরস্কার পেতে পারেন। সকলের দাবি বাংলা সিনেমা জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেনা যাদের যারা এদিক দিয়ে অনেক বেশি যোগ্য।তাই যারা আসলে এই সম্মান পাওয়ার জন্য অনেক বেশি যোগ্য আসলে তাদের  অপমান করে এমন দুজন কম যোগ্য অভিনেতা অভিনেত্রীকে মহানায়ক মহা নায়িকার মতো সম্মান দেওয়ায় সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে বয়ে গিয়েছে ট্রলিংয়ের বন্যা।

মহানায়ক,Mohanayok,মহানায়িকা,Mohanayika,সোহম চক্রবর্তী,Soham Chakraborty,নুসরত জাহান,Nusrat Jahan,জিৎ,Jeet,কোয়েল,Koel

সেই সাথে গর্জে উঠেছেন টলিউড অভিনেতা জিৎ (Jeet) এবং কোয়েল (Koel) ভক্তদের একাংশ। বাংলাদেশ থেকেও সরব হয়েছেন এই দুই অভিনেতা-অভিনেত্রীর ভক্তরা।  সকলেরই দাবি জিৎ এবং কোয়েল বরাবরই থাকেন রাজনীতি থেকে শত হস্ত দূরে।  সেই সাথে একজন জানিয়েছেন জিৎ কোয়েল বহুদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন।সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। তাই সকলের মতে তারাই এই সম্মানের সুযোগ্য দাবিদার।

মহানায়ক,Mohanayok,মহানায়িকা,Mohanayika,সোহম চক্রবর্তী,Soham Chakraborty,নুসরত জাহান,Nusrat Jahan,জিৎ,Jeet,কোয়েল,Koel

আবার অনেকে বলেছেন জিৎ অবাঙালি হওয়ায় তাকে এই সম্মান দেওয়া হয়নি। সেইসাথে তাদের দাবি জিৎ অবাঙালি হলেও তার বাংলা শুনে বোঝা যায় না তিনি বাঙালি নন।  জিতের ক্যারিয়ারের দিকে নজর দিলেই দেখা যাবে তার অভিনয়ের ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব সিনেমা। তাই তিনি সত্যিই এমন একটা সম্মান পাওয়ার জন্য যথেষ্ট দাবি রাখেন। এসবের মধ্যেই ক্ষোভের বসে এক জিৎ ভক্ত লিখেছেন ‘ছোটবেলায় হরলিক্স চেটে আর বড় হয়ে চটি চেটেই মহানায়ক হয়ে গিয়েছেন সোহম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥