রণবীর কাপুর এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘শামশেরা’ (Shamshera) মুক্তি পেয়েছে এক সপ্তাহ হতে চলল। আর প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। প্রায় ১৫০ কোটির বাজেটে তৈরি এই ছবি এখনও মাত্র ৪০ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। যে সিনেমা নিয়ে এত আশা করা হচ্ছিল, সেই সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর এবার তাতেই তিতিবিরক্ত হয়ে গেলেন সঞ্জয় (Sanjay Dutt)।
বৃহস্পতিবার বলিউডের ‘মুন্নাভাই’ নিজের সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি শেয়ার করেন। ‘#শামশেরা ইজ আওয়ারস’ কথাটি লেখা ছিল ক্যাপশনে। সেখানেই দর্শকদের একাংশকে প্রকাশ্যে একহাত নিয়েছেন অভিনেতা।
সঞ্জয় লিখেছেন, ‘দর্শকদের পছন্দ হওয়ার জন্য ছবি তৈরি করা হয়। আর প্রত্যেক সিনেমা আগে হোক বা পরে, ঠিক নিজের অডিয়েন্স খুঁজে পায়। শামশেরাকে অনেক মানুষ ঘৃণা করেছে। অনেকে তো আবার সিনেমাটি না দেখেই তা অপছন্দ করেছে। আমার এটা খুব জঘন্য লাগে যে আমাদের এত পরিশ্রমের কোনও সম্মান করে না তাঁরা’।
সুনীল দত্ত এবং নার্গিস পুত্র এরপর ছবির পরিচালক করণ মলহোত্রার ভূয়সী প্রশংসা করেন। করণের পরিচালনা নিয়ে প্রচুর প্রশ্ন উঠলেও সঞ্জয় তাঁকে সমর্থন করে লেখেন, ‘সাফল্য এবং ব্যর্থতা বাদে করণ আমার পরিবারের মতো। ওঁর সঙ্গে কাজ করা সবসময় খুব সম্মানের। আমি চিরকাল ওঁর পাশে থাকব’। উল্লেখ্য, ‘শামশেরা’র আগে ঋত্বিক রোশন অভিনীত ‘অগ্নিপথ’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় এবং করণ।
এরপর ‘শামশেরা’র নায়ক রণবীরের ভূয়সী প্রশংসা করেন সঞ্জয়। ‘কেজিএফ ২’ খ্যাত অভিনেতা লিখেছেন, ‘আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতার প্রতি মানুষ এভাবে ঘৃণা ছড়াচ্ছেন দেখে খুবই কষ্ট হচ্ছে। আমাদের রাস্তায় যে ঘৃণা আসবে তাঁকে আমরা শিল্প কলার মাধ্যমেই সরিয়ে দেব’।
সঞ্জয় নিজের দীর্ঘ বিবৃতির শেষে এও লিখেছেন যে তিনি আশাবাদী যে ‘শামশেরা’ও ঠিক একদিন তার দর্শক খুঁজে পাবে। বলিপাড়ার ‘সঞ্জুবাবা’ লিখেছেন, ‘শামশেরা নিশ্চয়ই একদিন এর দর্শক খুঁজে পাবে। কিন্তু যতদিন না পাচ্ছে, আমি ছবির পাশে দাঁড়াব’।
সঞ্জয়কে শেষবারের মতো ‘শামশেরা’ ছবিতে দেখা গিয়েছে। ক্যান্সারের সঙ্গে লড়াইই করতে করতে এই ছবির শ্যুটিং করেছিলেন অভিনেতা। এরপর তাঁকে ‘দ্য গুড মহারাজা’ এবং ‘ঘুড়চড়ি’ সিনেমায় দেখা যাবে।