বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু হয়েছে দেখতে দেখতে ২ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হিসেবেই বিবেচিত হয়। তাঁর ন্যায়ের জন্য মাঝেমধ্যেই সোচ্চার হন তাঁর ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা। আর এবার প্রয়াত সেই অভিনেতাকে নিয়েই একটি টি-শার্ট (T-shirt) বিক্রি করে নেটিজেনদের চরম রোষের মুখে পড়ল ফ্লিপকার্ট (Flipkart)।
মঙ্গলবার থেকেই সামাজিক মাধ্যমে ফ্লিপকার্ট সংস্থাটি ট্রেন্ড করা শুরু করে। আর তা শুরু হয়, বলি অভিনেতা সুশান্তের একটি টি-শার্ট সেই অনলাইন সংস্থায় কেনার সংবাদ জানাজানি হওয়ার পর থেকেই। টুইটারে ট্রেন্ড করতে থাকে ‘বয়কট ফ্লিপকার্ট’ হ্যাশট্যাগ। পরে অবশ্য সংস্থার তরফ থেকে সেই টি-শার্ট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি থেকে দেখা গিয়েছে, যে টি-শার্ট নিয়ে এত বিতর্ক, সেটির গায়ে প্রিন্ট করা সুশান্তের একটি উদাস ছবি। সঙ্গে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিপ্রেশন ডুবে যাওয়ার মতো’। আর তা দেখেই ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা।
নেটিজেনদের অজানা নয়, ৩৪ বছর বয়সে আত্মঘাতী হয়েছিলেন সুশান্ত। জাআন গিয়েছিলেন, বহু দিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন অভিনেতা। আর ফ্লিপকার্ট সেই দিকেই নিজেদের টি-শার্টের মাধ্যমে খোঁচা দেওয়ায় একেবারেই তা ভালোভাবে নেননি সুশান্ত অনুরাগীরা।
একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘এটা কী ধরণের অসভ্যতা ফ্লিপকার্ট? একজন মৃত মানুষের ছবি ব্যবহার করে তাতে ডিপ্রেশনের তকমা দেওয়া কেমন ধরণের মার্কেটিং?’ আর একজন আবার লিখেছেন, ‘কেউ এমন ধরণের জিনিস কীভাবে ভাবতে পারে?’
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে সুশান্তের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আত্মঘাতী হয়েছিলেন অভিনেতা। তবে বলিউডের এই নামী অভিনেতার পরিবার এবং অনুরাগীরা কিছুতেই মানতে চাননি সদা হাস্যময় এই অভিনেতা এই কাজ কিছুতেই করতে পারেন না। বরং তাঁকে হত্যা করা হয়েছে। আঙুল তোলা হয়েছিলেন সুশান্তের তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। এখনও মাঝেমধ্যেই অভিনেত্রীকে নিশানা করে সামাজিক মাধ্যমে নানান পোস্ট শেয়ার করে থাকেন নেটিজেনদের একাংশ।