বর্তমানে রাজ্য রাজনীতির পরিস্থিতি মোটেই ভালো নেই। SSC দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে কার্যত তোলপাড় রাজ্য-রাজনীতি। এরইমাঝে সোমবার অর্থাৎ ২৫ জুলাই কলকাতার নজরুল মঞ্চেই পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ-এর তরফে আয়োজন করা হয়েছিল ‘বঙ্গ সম্মান’ দেওয়ার অনুষ্ঠান।
এদিন গোটা বাংলার সংস্কৃতি জগৎসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ঠ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘বঙ্গভূষণ’ (Bangabhushan), ‘বঙ্গবিভূষণ’ (Bangabivushan) এবং ‘মহানায়ক’ (Mohanayok) এবং ‘মহানায়িকা’ (Mohanayika) পুরস্কার। সেখানেই গতকাল বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বাংলার তথা গোটা বলিউডের দুই জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijit Bhattacharya) এবং কুমার শানু (Kumar Shanu)।
গতকাল কলকাতার নজরুল মঞ্চে রাজ্য সরকারের দেওয়া বিশেষ সম্মান বঙ্গবিভূষণ নেওয়ার জন্য হাজির হয়েছিলেন বলিউডের দুই জনপ্রিয় বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য এবং কুমার শানু। আর রাজ্য সরকারের তরফে এমন পুরস্কার পেয়ে একেবারে আপ্লুত দুই শিল্পী। ‘বঙ্গবিভূষণ’-এর মতো বিশেষ সম্মান পাওয়ার পর থেকেই দুই শিল্পীর কন্ঠে ঝরে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)-এর জন্য ঢালাও প্রশংসা।
রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় কুমার শানু বলেন তিনি ৩৫ বছর ধরে গান গেয়ে চলেছেন কিন্তু এতদিনে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এদিন তাঁকে এতবড় সম্মান দিলেন। গায়কের কথায় এটা তার কাছে সব থেকে বড় সম্মান। কুমার শানু এদিন জানান বাঙালি হিসেবে তিনি নাকি বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ গায়ক বলেন ‘দিদি সবাইকে কাছে ডেকে রাখতে ভালোবাসেন। আমরা দূরে গিয়েও যেতে পারিনি শুধুমাত্র দিদির জন্যই। বলার ভাষা হারিয়ে ফেলেছি’।
অন্যদিকে একই সুর শোনা গেল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের গলাতেও। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতার প্রশংসা শোনা গেল মুম্বাই কাঁপানো গায়ক অভিজিতের গলাতেও। বেশ খানিকটা আবেগপ্রবণ হয়েই গায়ক বলেন ‘আমার কোন বোন দিদি নেই। আমরা চার ভাই। তবে মমতা দিদি আমার দিদি’। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়েই গাইতে শুরু করেন ‘তুম দিলকি ধারকান মে রেহতি হো’। শেষে বললেন ‘বাংলার অন্তরে তুমি দিদি, তুমি ডেকেছো বলেই আমি আর শানু আজ একই মঞ্চে উপস্থিত হয়েছি’।