বাঙালি দর্শকদের বিনোদনের কথা উঠলেই সবার আগে আসে সিরিয়ালের (Bengali Serial) কথা। কারণ প্রতিদিন তো আর সিনেমা হলে যাওয়া হয় না, তবে বাড়িতে সিরিয়াল দেখতে অনেকেই অভ্যস্ত। সারাদিনের কাজের শেষে টেলিভিশনের পর্দায় পছন্দের অভিনেতা অভিনেত্রীদের দেখেই বিনোদন মেলে বাঙালি দর্শকদের। আর দর্শকদের প্রিয় সিরিয়ালের মধ্যে একটি হল ‘গাঁটছড়া’ (Gatchora)। সিরিয়ালে মূল চরিত্র খড়ি ও ঋদ্ধি।
সাধারণ পরিবারের মেয়ে খড়ির বিয়ে হয়েছে সিংহ রায় পরিবারের ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে। শুরুতে বিয়েতে চরম আপত্তি থাকলেও পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছে। সিরিয়ালে খড়ির বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রতন সার্খেল (Ratan Sarkhel)। টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন।
অভিনেতা শুধু সিরিয়ালেই নয় বরং এর আগে একাধিক ছবিতেও কাজ করেছেন। তবে বর্তমানে ‘গাঁটছড়া’ সিরিয়ালে তাঁর অভিনয় সত্যিই প্রশংসনীয় দর্শকদের কাছে। অভিনেতাকে একসময় দাদাগিরির মঞ্চেও দেখা গিয়েছিল। সেখানে সৌরভ গাঙ্গুলির সাথে আড্ডা দেওয়ার সময় অভিনেতারা সম্পর্কে এক দারুন তথ্য প্রকাশ্যে আসে।
অভিনেতা নাকি মাছ কিনতে বাজারে যাওয়ার সময় চেক বই নিয়ে যান। হ্যাঁ ঠিকই দেখছেন মাছ কিনতে চেক বই নিয়ে বাজারে যান রতন সর্খেল। মঞ্চে উপস্থিত বাকি সহ অভিনেতা অভিনেত্রীরাও এই তথ্য যে একেবারে সত্যি সেটা জানিয়ে দেন। এরপর অবশ্য অভিনেতা নিজেও স্বীকার করেন যে তিনি মাছ কেনার জন্য চেক বই নিয়ে বাজারে যান।
কিন্তু এমন অদ্ভুত কান্ড তিনি কেন করেন? প্রশ্ন করেন সৌরভ গাঙ্গুলি। তখন তিনি বলতে শুরু করেন, একান্নবর্তী পরিবার রতন সর্খেলের। পরিবারে আট ভাই ও পাঁচ বোন সবাইকে মিলিয়ে মোট ২৫ জন একসাথেই থাকেন। এমনকি গোটা পরিবারের জন্য রান্নাও একসাথেই হয়, সেই কারণে বাজার করার সময় অনেকটাই বাজার করতে হয়।
মাছ আর আম কিন্তু খুবই ভালো লাগে অভিনেতার। বাজারে যখন যান তখন কেউ জোর করেও তাকে জিনিসপত্র দিয়ে দেয়। আর ইলিশ মাছ দেখলে হয়তো ৬০০০ টাকার ইলিশ মাছ একেবারেই কিনে ফেলেন। সেই সময় পকেটে টাকা পয়সা না থাকলেও দোকানিরা বিশ্বাস করে নিয়ে যেতে বলে। সেই সময় তিনি চেক কেটে টাকা মিটিয়ে দিয়ে আসেন। এভাবেই অনেক সময় করে থাকেন তিনি।
দাদাগিরির মঞ্চে অভিনেতার এই কান্ড কারখানা ও তার পিছনের কারণের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যা বেশ ভাইরাল হয়ে পড়েছে। যদিও ভিডিওটি বেশ পুরোনো তবে নেটিজেনরা কিন্তু বেশ মজা পেয়েছেন ভিডিওটি দেখে। বিশেষ করে মাছ কিনতেও যে চেক বই নিয়ে যাওয়া যেতে পারে সেটা জেনে অনেকেই হেসে ফেলেছেন।