বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ছিল জি বাংলার ভক্তিমূলক সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি'(Karunamoyi Rani Rasmoni) । এই সিরিয়ালে নানা সময়ে আগমন ঘটেছে নানা চরিত্রের। এই সিরিয়ালের তেমনই একজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেন মা সারদা (Maa Sarada) । এই সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী তথা অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)।
দিনের পর দিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররা কবে যেন দর্শকদের অত্যন্ত কাছের মানুষ হয়ে ওঠেন। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালের প্রিয় চরিত্রদের কথা ভুলতে পারেনা দর্শকরা। বাংলা সিরিয়ালের ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে মা সারদার ছোটবেলার চরিত্রটিও ছিল এমনই একটি চরিত্র।
আশা করি সিরিয়ালের এই ছোট্ট মা সারদাকে এখনও মনে আছে দর্শকদের। এখন সে ক্লাস ফোরের ছাত্রী। চলতি বছরের শুরুর দিকেই টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়াল। যদিও সিরিয়াল শেষ হওয়ার অনেক আগেই এই সিরিয়ালে মেয়াদ শেষ হয়েছিল অয়ন্যা অভিনীত ছোট্ট মা সারদা চরিত্রের। তবে সিরিয়ালে কাজ শেষ হয়ে গেলেও কাছে চলে আসে এক মস্ত বড় সুযোগ।
বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ (Mini)সিনেমায় অভিনয়ের ডাক পানএই শিশু শিল্পী।আর প্রথম সিনেমাতেই মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) মতো বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রীর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই শিশুশিল্পী। অভিনেত্রী এই সিনেমায় মিনির মাসির চরিত্রে অভিনয় করেছিলেন।
এই সিনেমায় কাজের সূত্রেই পরিচালক মৈনাক ভৌমিকের পাশাপাশি মিমির সাথেও দারুন একটা বন্ডিং তৈরী হয়েছিল এই খুদে শিল্পীর। এখন সে মন দিয়ে পড়াশোনাটাই করে ঠিকই তবে বড় তার অভিনেত্রী হওয়ারই ইচ্ছা রয়েছে। তবে বিগত বেশ কিছুদিন অভিনয় জগত থেকে নিজেকে দূরে ছিলেন অভিনেত্রী। তবে কিছুদিন আগেই ছোটপর্দায় আবার কামব্যাক করেছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত চলতি মাসেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধ বুদ্ধি’ (Bodhiswatter Bodh Budhi)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে বাড়িয়ে একেবারে নিখাদ বিনোদনে মোড়া বাচ্চাদের নিয়ে তৈরী এই সিরিয়াল শুরু থেকেই দারুন পছন্দ করছেন দর্শকরা। এই সিরিয়ালেই বোধিসত্ত্বের নতুন স্কুলের ক্লাসমেট তথা ফার্স্ট গার্ল সৃজিতার (Srijita) চরিত্রে অভিনয় করছেন অয়ন্যা ।