• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অটোতে যাতায়াত, প্রথম গাড়িও ছিল থার্ড হ্যান্ড! বলিউডে স্ট্রাগল করেই আজ কোটিপতি কার্তিক আরিয়ান

Updated on:

Kartik Aaryaan talks about his struggle ho he used to travel using auto

বলিউডের অন্যতম সফল এবং প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন হলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁর ছবি ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে দারুণ হিট হয়েছে। সেই  খুশিতে নিজের পুরো টিমকে নিয়ে ছবির সাফল্য উদযাপন করতে ইউরোপ উড়ে গিয়েছিলেন। তবে এখন এত টাকা থাকলেও, কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু এমনটা ছিল না। বরং অটো (Auto) করে বলিউডের (Bollywood) বিভিন্ন অনুষ্ঠানে যেতেন কার্তিক। সম্প্রতি কেরিয়ারের শুরুর দিকের স্ট্রাগল (Struggle) নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

ইউরোপ থেকে দেশে ফেরার পর একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন বলিউডের ‘হার্টথ্রব’ কার্তিক। সেখানেই তিনি প্রথমবারের জন্য নিজের স্ট্রাগল নিয়ে মুখ খুলেছেন। যা শুনে অবাক হয়ে গিয়েছেন তাঁর ভক্তরাও।

Kartik Aaryan

কার্তিক জানিয়েছেন, ‘প্যায়ার কা পাঞ্চনামা’ বক্স অফিসে সফল হওয়ার পর তিনি পরিচিতি পেয়েছিলেন তা ঠিক, তবে এরপরেও তাঁর কাছে এত টাকা ছিল না যে একটি গাড়ি কিনবেন। অভিনেতা বলেন, ‘আমি যখন প্রথম এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমার কাছে কোনও গাড়ি ছিল না। আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করার পর প্রথম গাড়ি কিনেছিলাম’।

‘লাভ আজ কাল ২’, ‘ধামাকা’ খ্যাত অভিনেতার সংযোজন, ‘প্রায় ৬০০০০ টাকা দিয়ে আমি একটি থার্ড হ্যান্ড গাড়ি কিনেছিলাম। অনেক কষ্ট করে সেই গাড়িটি কিনেছিলাম আমি। সেই গাড়ির দরজায় আবার সমস্যা ছিল। তা সত্ত্বেও আমি সেই গাড়িটি কিনেছিলাম কারণ আমি তখনও অটো করে রেড কার্পেটে যেতাম। কিংবা কখনও বাইক বা অন্য কারোর গাড়িতে চেপে যেতাম। তবে আমার গাড়ির আবার দরজা খুলত না। আমি জানি না কী সমস্যা ছিল’।

Kartik Aaryan

শুধু এটুকুই নয়, কার্তিকের প্রথম গাড়ির ছাদেও ফুটো ছিল। অভিনেতা বলেন, ‘গাড়ির ছাদে ফুটো ছিল। তাই যখন বৃষ্টি হতো ড্রাইভারের মাথার ওপর বৃষ্টির জল পড়ত। তবে আমার ধীরে ধীরে বিষয়টির অভ্যাস হয়ে গিয়েছিল’।

‘ভুল ভুলাইয়া ২’এর সাফল্যের পর কার্তিকের হাতে এখন অনেকগুলি প্রোজেক্ট রয়েছে। তাঁর হাতে এখন ‘শেহজাদা’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘ফ্রেডি’ এবং সাজিদ নাদিয়াদওয়ালার একটি ছবি আছে। এর পাশাপাশি সাজিদ নাদিয়াদওয়ালা এবং কবীর খানের একটি ছবিতে দেখা যাবে কার্তিককে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥