স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান, তথা কেআরকে (KRK) সম্প্রতি ‘শামশেরা’র (Shamshera) রিভিউ দিয়েছেন। টুইটারে ছবির বিষয়ে একাধিক লেখা লিখে বলা ভালো রণবীর কাপুরের সিনেমাকে একহাত নিয়েছেন তিনি। কেআরকে’র সিনেমাটি ভালো তো লাগেইনি, বরং ছবিটিকে বলিউডের (Bollywood) ইতিহাসের অন্যতম জঘন্য সিনেমা বলেছেন তিনি।
প্রথমে রণবীর কাপুরের সিনেমাকে জঘন্যতম সিনেমা বলেছেন কেআরকে এবং এরপর ছবিটি প্রযোজনা করার জন্য যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে একহাত নিয়েছেন তিনি। শনিবার সকালে কেআরকে টুইটারে লেখেন, ‘কোনও দর্শক ছিল না বলে ‘শামশেরা’ ৪০% সকালের শো বাতিল হয়ে গিয়েছে। বাকি ৬০% শোয়েও খুব কম দর্শক রয়েছে। প্রমাণ হয়ে গেল ‘থাগস অফ হিন্দোস্তান’এর থেকে খারাপ সিনেমা ‘শামশেরা’। শুভেচ্ছা আদি ভাই’।
এরপরই কেআরকে লেখেন, যেসব সিনেমা হলে ‘শামশেরা’ দেখানো হচ্ছে, তার বাইরে অ্যাম্বুলেন্স রাখা উচিত। বিতর্কিত চলচ্চিত্র সমালোচক লিখেছেন, ‘যে সিনেমা হলগুলি ‘শামশেরা’ দেখাচ্ছে তাদের বাইরে অ্যাম্বুলেন্স রেখে দেওয়া উচিত, যাতে দর্শকদের হাসপাতালে নিয়ে যেতে পারে। আমার বিশ্বাস, প্রত্যেক শোয়ের পর কয়েকজন দর্শক হাসাপাতালে ভর্তি হবে। অল দ্য বেস্ট দর্শকরা’।
শুধু শনিবার সকালেই নয়, এর আগে ‘শামশেরা’ দেখতে দেখতে বেশ কয়েকটি টুইট করেছিলেন কেআরকে এবং তখনও সিনেমাটিকে তুলোধোনা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘১ ঘণ্টা হয়ে গেল। প্রযোজক আদি চোপড়া শুভেচ্ছা জানাই নিজের রেকর্ড ভাঙার জন্য। গত পাঁচ দশকের জঘন্যতম সিনেমা ‘শামশেরা’। করণ মলহোত্রাকে ধন্যবাদ বলিউডের জঘন্যতম সিনেমা বানানোর জন্য। এটা ওঁর শেষ ছবি’।
এরপরের টুইটেই রণবীরের মানসিক সমস্যা আছে বলে দাবি করেন কেআরকে। তিনি লেখেন, ‘হাফ টাইম হল এবং এতেই আমি পুরো ছবি দেখে নিয়েছি। দ্বিতীয়ার্ধ দেখি বা না দেখি কিছু যায় আসে না। কারণ আমি ছবির ক্লাইম্যাক্স জানি। এই ছবি প্রমাণ করে যে রণবীর কাপুরের মানসিক সমস্যা আছে। ও বারবার নিজেই নিজের কেরিয়ার একটু একটু করে শেষ করে দিচ্ছে’।
শুধু এটুকুতেই থামেননি কেআরকে। তিনি এরপর শাহরুখ খানকেও সচেতন করেন। যশ রাজ ফিল্মসের সঙ্গে এরপর ‘পাঠান’ ছবিতে কাজ করবেন বলিউড ‘বাদশা’। এই ছবির জন্য তাঁকে ‘ওয়ার্নিং’ দেন কেআরকে।